আন্তর্জাতিক
- ২০১৩ সালে ওসামা বিন লাদেনের পরিবারের কাছ থেকে২০ লক্ষ পাউন্ড অনুদান গ্রহণ করেছিল ব্রিটেনের যুবরাজ চার্লসের সংস্থা । সংস্থার নাম প্রিন্স অব ওয়েলস চ্যারিটেবল ফান্ড । বিষয়টি এতদিন গোপন ছিল । অবশেষে তা সামনে আনল একটি ব্রিটিশ দৈনিক ।
জাতীয়
- মুম্বইয়ের বান্ডাপে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । বাড়িতে তল্লাশি চালিয়ে ১১ লক্ষ টাকা পাওয়া গেছে বলে জানানো হয়েছে । তাঁকে আটক করেছে ই ডি । বেআইনি জমি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি ।
- এবার বিপুল পরিমান নগদ টাকাসহ ধরা পড়লেন ঝাড়খণ্ডের তিন জন বিধায়ক । হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডগামী গাড়ির ডিকি থেকে থেকে উদ্ধার প্রায় ৫০ লক্ষ টাকা।তাঁদের গ্রেপ্তার করল পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি । তিন বিধায়ক- রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত ও ইরফান আনসারকেই দল থেকে সাসপেন্ড করল কংগ্রেস ।
খেলা
- বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে দ্বিতীয় সোনার পদক জিতলেন জেরেমি লালরিন্নুঙ্গা । মিজোরামের ছেলে জেরেমির মাত্র ১৯ বছর বয়স । ভারোত্তোলনে ৬৭ কেজি বিভাগে মোট ৩০০ কেজি ভার তুলে তিনি গেমস রেকর্ডও করলেন । পুরুষদের হকিতে ভারত ঘানাকে ১১-০ গোলে পরাস্ত করল । এদিনই ভারত পেল তৃতীয় স্বর্ণ পদকটি । বাংলার ছেলে অচিন্ত্য শিউলি ভারোত্তোলন ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন । ২১ বছরের অচিন্ত্য ৩১৩ কেজি ভার তুলতে সমর্থ হয়েছেন । মহিলাদের ক্রিকেটে ভারত ৮ উইকেটে হারিয়ে দিল পাকিস্তানকে । ভারতের অধিনায়ক হিসেবে ৪২টি আন্তর্জাতিক ম্যাচ জিতলেন হরমনপ্রীত কৌর । তিনি ছাপিয়ে গেলেন মাহেন্দ্র সিং ধোনিকেও । বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ৬টি পদক জিতে ভারতের ক্রম এখন ষষ্ঠ । শীর্ষে অস্ট্রেলিয়া ।
বিবিধ
- মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিলাম কেন্দ্রে অ্যাডলফ হিটলারের ব্যবহৃত একটি হাতঘড়ির নিলামে দাম উঠল ১১ লক্ষ ডলার । ১৯৩৩ সালের জন্মদিনে এটি উপহার পেয়েছিলেন তিনি । বিভিন্ন ইহুদি সংগঠনের আপত্তি উপেক্ষা করে নিলাম সম্পন্ন হয়েছে ।
- স্কুলে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান ও গণিত পড়ান হবে ইংরেজি ভাষায় । এই সিদ্ধান্ত নিল অসম সরকার ।