আন্তর্জাতিক
- শেষপর্যন্ত তাইওয়ান সফরে যাচ্ছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি । পেলোসির সফরসূচির মধ্যে হাওয়াই, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুরের নাম থাকলেও তাৎপর্যপূর্ণ ভাবে নেই তাইওয়ানের নাম।তাঁর প্রস্তাবিত তাইওয়ান সফরের বিরোধিতা করেছিল চিন ।
- ইউক্রেনের ওডেসা বন্দর থেকে জাহাজ ছাড়ল । গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এই প্রথম ওডেসা বন্দর থেকে জাহাজ ছাড়ল । খাদ্যশস্য নিয়ে তা যাবে ইস্তানবুল ।
জাতীয়
- পশ্চিমবঙ্গে নতুন সাতটি জেলা তৈরি করা হবে । মাস ছয়েকের মধ্যে এই জেলাগুলি কাজ শুরু করবে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন । যে এলাকাগুলো নতুন জেলার অন্তর্ভুক্ত হবে তারা হল সুন্দরবন, ইছামতি, বসিরহাট, রানাঘাট , বিষ্ণুপুর, কান্দি ও বহরমপুর । এর ফলে রাজ্যে কলকাতাসহ জেলার সংখ্যা বেড়ে হবে ৩০ ।
- অগ্নিকাণ্ডের বলি হলেন ৪ জন রোগী । মধ্যপ্রদেশের জৱলপুরে একটি বেসরকারি হাসপাতালে এই দুর্ঘটনা ঘটেছে । সব মিলিয়ে ৮ জনের প্রাণহানি হয়েছে।
- সিলি সোলস। গোয়ার এই রেস্তোরাঁ ও পানশালার মালিক নন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জোয়িস । দিল্লি হাইকোর্ট এই রায় দিল । তিন কংগ্রেস নেতা অভিযোগ করেছিলেন , নথি জাল করে জোয়িস ওই পানশালার মালিক হয়েছেন । তিন কংগ্রেস নেতা— পবন খেরা, জয়রাম রমেশ এবং নেট্টা ডিসুজা চক্রান্ত করে স্মৃতি এবং তাঁর মেয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিলেন বলে স্মৃতির করা ২ কোটি টাকার মানহানির মামলায় মেনে নিয়েছে আদালত।
- গত ২৯ জুলাইয়ের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি। তিনি সেদিন বলেছিলেন , ‘গুজরাটি ও রাজস্থানিরা চলে গেলে মুম্বই আর দেশের বাণিজ্যিক রাজধানী থাকবে না।’
খেলা
- বার্মিংহাম কমনওয়েলথ গেমস – থেকে সোনার পদক জিতলেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি । ভারোত্তোলনে ৭৩ কেজি বিভাগে প্রতিযোগিতা করেছিলেন তিনি । হাওড়ার দেউলপুরের বাসিন্দা এই পিতৃহীন তরুণের । তিনি স্নাচ ও ক্লিন এন্ড জার্ক এ ১৪৩ ও ১৭০ কেজি মিলিয়ে ৩১৩ কেজি ভার তুলেছেন । এছাড়াও এদিন ভারতের প্রাপ্তি জোড়া পদক । মহিলাদের জুডো প্রতিযোগিতার ৪৮ কেজি বিভাগে এল সুশীলা দেবী পেলেন রুপোর পদক । কমনওয়েলথ গেমসে এটি তাঁর দ্বিতীয় পদক । ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসেও রুপো পেয়েছিলেন সুশীলা। অন্যদিকে পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন বিজয় কুমার।হকিতে ভারতের পুরুষ দল ৪-৪ গোলে ড্র করল ইংল্যান্ডের সঙ্গে । লন বলে ভারতের মহিলা দল ফাইনালে উঠল । এই প্রথম লন বলে এই কৃতিত্ব দেখাল ভারত । বাংলার প্রণতি নায়েক ভল্টের ফাইনালে পঞ্চম স্থান পেলেন । মহিলাদের ৭১ কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন হরজিন্দর কৌর।
- ফরাসি চ্যাম্পিয়ন লিগ খেতাব জিতল পিএসজি । ফাইনালে তারা হারিয়ে দিল নন্তেকে ।
- ১০৩তম প্রতিষ্ঠা দিবস পালন করল ইস্টবেঙ্গল ক্লাব ।
বিবিধ
- ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ৪০ রাউন্ড নিলামের পর সম্পন্ন হল ফাইভ জি স্পেকট্রাম বন্টনের প্রক্রিয়া । মোট ১০টি ব্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল যার মধ্যে ৭১ শতাংশ বিক্রি হয়েছে।এতে সবমিলিয়ে কেন্দ্রীয় সরকারের দেড় লক্ষ কোটি টাকা আয় হবে।
- পাইলটদের জন্য অবসর গ্রহণের বয়স ৫৫ থেকে বাড়িয়ে ৬৫ বছর করল এয়ার ইন্ডিয়া ।
- জুলাই মাসে পূর্বাঞ্চলে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে ৪৩% কম । গত ১২২ বছরে তা কৃপনতম ।