কাবুলে মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে হত্যা করল আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরিকে । মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসবাদী হামলায় অন্যতম চক্রান্তকারী ছিলেন তিনি । এছাড়াও তিনি ছিলেন ওসামা বিন লাদেনের সহচর । মার্কিন গোয়েন্দা সংস্থা গোপনে খবর সংগ্রহ করে, রীতিমতো ছক কষে ড্রোনের সাহায্যে মিসাইল ছুঁড়ে হত্যা করল কুখ্যাত জঙ্গি সংগঠনের প্রধানকে । মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন নিজেই এই খবর প্রকাশ করলেন । এই হামলায় দ্বিতীয় কোনও ব্যক্তির প্রাণহানি হয়নি বলে জানা গেছে । পাকিস্তানের মাটি ব্যবহার করে এই হামলা চালান হয় ।
দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বাড়িয়ে দিল চিন মার্কিন দ্বন্দ্ব । এদিন তাইওয়ান সফরে তাইপেইয়ের সোশনাং বিমানবন্দরে পৌঁছলেন মার্কিন স্পিকার ন্যান্সি পালোসি । তাঁর নিরাপত্তার জন্য ছিল ১৩টি যুদ্ধবিমানের স্কোয়াড্রন। এর পরই চিন পাল্টা জানাল যে , তাইওয়ানের কাছেই তারা যুদ্ধের মহড়া শুরু করছে । তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশও করে ২১ টি চিনা যুদ্ধবিমান ।
পাকিস্তান নির্বাচন কমিশন নোটিস পাঠাল সেদেশের প্রধান বিরোধীদল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে । বেআইনি আর্থিক লেনদেনেরঅভিযোগ আনা হল তাঁর দলের বিরুদ্ধে ।
জাতীয়
শিক্ষাক্ষেত্রে হিজাব পরা নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যেসব আবেদন জমা পড়েছে তার শুনানির জন্য আলাদা বেঞ্চ গড়া হবে সুপ্রিম কোর্টে । প্রধান বিচারপতি এন ভি রমনা এই সিদ্ধান্ত জানালেন ।
দেশে মোট ৮ জন এখনও পর্যন্ত মাঙ্কি পক্স রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য । এই রোগে কেরলের একজনের মৃত্যুও হয়েছে ।
খেলা
মঙ্গলবার কমনওয়েলথ গেমসে জোড়া সোনা জিতল ভারত । লন বলে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা । ২০১০ সালে প্রথমবার কমনওয়েলথ গেমসের লন বলে দল পাঠিয়েছিল ভারত । এতদিনে সবথেকে ভাল ফল ছিল চতুর্থ স্থান । এদিন বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মেয়েদের লন বলে ভারত সোনার পদক জিতল । ফাইনালে ভারত পরাস্ত করল দক্ষিণ আফ্রিকাকে । এবারের প্রতিযোগিতায় ভারতের পঞ্চম সোনা এল টেবিল টেনিসে । ছেলেদের দলগত বিভাগে সিঙ্গাপুরকে হারিয়ে সোনা জিতলেন হরমীত দেসাই , জি সাথিয়ান ও শরৎ কমল । ভারোত্তোলনে রুপো পেলেন বিকাশ ঠাকুর । তিনি ৯৬ কেজি বিভাগে পদক জিতলেন । এই নিয়ে পরপর তিনটি কমনওয়েলথ গেমস থেকে পদক পেলেন তিনি ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জয়ী হল ভারত । রোহিত শর্মার নেতৃত্বে ভারত জিতল ৭ উইকেটে । সিরিজে এগিয়ে গেল ২-১ ব্যবধানে ।
বিবিধ
ভারতীয় ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেল পার্সেল বন্টনের জন্য সড়ক পরিবহন ব্যবস্থা কলকাতা- ভুবনেশ্বর – রায়পুর হয়ে নাগপুর পর্যন্ত প্রসারিত করল । এটি রেল পথে পরিবহনের বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করছে ।