কারেন্ট অ্যাফেয়ার্স ৪ আগস্ট ২০২২

358
0
daily current affairs
Courtesy: Deccan Herald

আন্তর্জাতিক
  • তাইওয়ান সংলগ্ন এলাকায় সামরিক মহড়া চালাল চিন । এই মহড়ার অঙ্গ হিসেবে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ১১টি ডংফেং ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে তাইওয়ান প্রণালীতে । পূর্ব চিন সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৪টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে । চিন সাগরে টহল দিচ্ছে চিনের ডুবোজাহাজ । গত কয়েক দশকে এত বড় সামরিক মহড়া আর চালায়নি চিন ।
জাতীয়
  • দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে বসবেন বিচারপতি উদয় উমেশ ললিত । তিনি হবেন দেশের ৪৯তম প্রধান বিচারপতি । বর্তমান প্রধান বিচারপতি এন ভি রমনা ২৭ আগস্ট অবসর নেওয়ার পর তিনি কার্যভার গ্রহণ করবেন । এই পদে তাঁর মেয়াদ ৭৪ দিন । সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে সরাসরি বিচারপতি হয়েছিলেন বিচারপতি উদয় উমেশ ললিত । সেখান থেকে তিনি প্রধান বিচারপতি হচ্ছেন । বিচারপতি এস এম সিকরির পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি এই নজির স্থাপন করছেন ।
  • এক ধরনের ভাইরাসে ৪ হাজারের বেশি গবাদি পশুর মৃত্যু হল রাজস্থানে। রাজস্থানের ১৬ টি জেলায় ছড়িয়ে পড়েছে লাম্পি নামের ওই ভাইরাস ।
খেলা
  • বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের তেজস্বী শঙ্কর । ব্রোঞ্জ জিতে কার্যত ইতিহাস গড়লেন তিনি । এই প্রথম কোনও ভারতীয় কমনওয়েলথ গেমসে হাইজাম্প ইভেন্টে পদক পেলেন । তিনি ২.২২ মিটার লাফাতে সমর্থ হলেন । প্রসঙ্গত , শেষপর্যন্ত আদালতের নির্দেশে তিনি কমনওয়েলথ গেমসে যাওয়ার ছাড়পত্র অর্জন করেছিলেন । তাঁর মতোই ইতিহাস গড়ার সাক্ষী থাকলেন মুরলী শ্রীশঙ্কর । তিনি ৮.০৮ মিটার লাফিয়ে    লংজাম্পে রুপো জিতলেন । ১৯৭৮ সালে সুরেশ বাবু কমনওয়েলথ গেমসে লংজাম্পে ব্রোঞ্জ পদক জিতেছিলেন । এই প্রথম ভারতের কোনও প্রতিযোগী কমনওয়েলথ গেমসে লংজাম্পে রুপোর পদক পেলেন । এদিকে ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতলেন গুরদীপ সিং । ১০৯ কেজি পুরুষদের বিভাগে মোট ৩০৯ কেজি  ভার তোলেন তিনি । এই নিয়ে ভারোত্তোলন থেকে দশটি পদক জিতল ভারত । কমনওয়েলথ গেমসে এটা ভারতের নতুন রেকর্ড । গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ভারত এই বিভাগ থেকে নয়টি পদক জিতেছিল । কমনওয়েলথ গেমসে পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে সোনা জিতলেন নুহ দস্তগির বাট । ভারোত্তোলনে ১০৯ কেজি বিভাগে লড়েছিলেন তিনি ।
বিবিধ
  • হিন্দি সিনেমার অভিনেতা মিথিলেশ চতুর্বেদী ( ৬৮ ) প্রয়াত হলেন । গদর, ফিজা, গুলাবো সিতাবো, ফাটা পোষ্টার নিকলা হিরো, রেডি, মাই ফ্রেন্ড পিন্টো, কই মিল গেয়া প্রভৃতি বহু ছবিতে তিনি অভিনয় করেছিলেন ।
  • হাতে চলা তাঁতের নকশায় বৈচিত্র্য সৃষ্টির জন্য জাতীয় পুরস্কার পেল তন্তুজ । কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক এই পুরস্কার দিয়েছে ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ৩ আগস্ট ২০২২