কারেন্ট অ্যাফেয়ার্স ৫ আগস্ট ২০২২

295
0
13th August Current Affairs

আন্তর্জাতিক
  •  ন্যান্সি পোলোসির ওপর নিষেধাজ্ঞা জারি করল চিন । মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সির তাইওয়ান সফরের পরিপ্রেক্ষিতে এই কূটনৈতিক তৎপরতা নিল চিন । অন্যদিকে তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া তীব্র করেছে চিন ।
  • গাজা ভূখণ্ডে ইজরায়েলের বিমান বাহিনীর হানাদারিতে ৪ জন নিরীহ নাগরিক প্রাণ হারালেন । হামাস জঙ্গিদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইজরায়েল ।
জাতীয়
  • দেশীয় প্রযুক্তিতে তৈরি ১৮টি তেজস যুদ্ধবিমান মালয়েশিয়াকে বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । মালয়েশিয়া গতবছরই এই বিমান কেনার জন্য আগ্রহ দেখিয়েছিল ।
  • ভারতীয় বিমান বাহিনীর জন্য মানববাহী ড্রোন বানালো পুনের একটি সংস্থা । বরুণ নামের ওই ড্রোন ১৩০ কেজি ওজন নিয়ে ২৫ কিমি দূরত্ব ২০-৩০ মিনিটে পৌঁছে দেবে বলে জানানো হয়েছে ।
খেলা
  • অনূর্দ্ধ ২০ বছর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় ভারত চ্যাম্পিয়ন হল । ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ফাইনালে ভারত ৫-২ গোলে হারিয়ে দিল বাংলাদেশকে । হ্যাটট্রিকসহ ৪টি গোল করলেন গুরকিয়াত সিং ।
  • বার্মিংহাম কমনওয়েলথ গেমসে একদিনে তিনটি সোনার পদক জিতলেন ভারতের কুস্তিগিররা । বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও দীপক পুনিয়া একইদিনে মাত্র দেড় ঘণ্টার মধ্যে জিতে নিলেন সোনার পদক ।ছেলেদের কুস্তির ফ্রি স্টাইল ৬৫ কেজি বিভাগে বজরং পুনিয়া স্বর্ণ পদক জিতলেন । এর আগে ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসেও তিনি সোনার পদক জিতেছিলেন । ২০১৪ গ্লাসগো  কমনওয়েলথ গেমসে তিনি রুপো জেতেন ।  সাক্ষী মালিক মেয়েদের কুস্তির ৬২ কেজি বিভাগে সোনা জিতলেন । এটি তাঁর তৃতীয় কমনওয়েলথ পদক । তবে সোনা জিতলেন প্রথমবার । এর আগে ব্রোঞ্জ ও রুপোর পদক জিতেছিলেন তিনি ।  দীপক পুনিয়া ৮৬ কেজি বিভাগে চ্যাম্পিয়ন।  কমনওয়েলথ গেমসে প্যারা স্পোর্টসে সুধীর প্রথম পদক এনে দিলেন। প্যারা ভারোত্তোলনে গেমস রেকর্ড গড়ে তিনি সোনার পদক জিতলেন। ২৭ বছরের সুধীর পোলিও আক্রান্ত।  কুস্তিতে৫৭ কেজি বিভাগে রুপো জিতলেন আনসু মালিক । বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সবথেকে বয়স্ক প্রতিনিধি হিসেবে পদক জিতলেন স্কটল্যান্ডের জর্জ মিলার । ৭৫ বছর ৮ মাস বয়সী মিলার লন বলে সোনা জিতেছেন।
  • বাংলার প্রাক্তন ফুটবলার নরিন্দর থাপা (৫৮) প্রয়াত হলেন ।
বিবিধ
  • রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক । এই হার বেড়ে হল ৫.৪ শতাংশ ।
  • বিশ্বের অনেক ধনকুবের নিজস্ব বিমান ব্যবহার করেন । কিন্তু টেসলা সংস্থার প্রধান এলেন মাস্ক – এর দৃষ্টিভঙ্গি অন্যরকম । সময় বাঁচানোর জন্য তিনি ব্যক্তিগত বিমানবন্দর গড়ে তুলতে চলেছেন । মাস্ক নিজেই এই ঘোষণা করেছেন ।

কারেন্ট অ্যাফেয়ার্স ৪ আগস্ট ২০২২