কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জুলাই ২০২১

577
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক
  • পাক- আফগান সীমান্তের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর স্পিজ বলডাকের দখল নিল তালিবান জঙ্গিরা। এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করলেন প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ।
  • ডমিনিকায় গ্রেপ্তার হওয়ার ৫১ দিন পর সেখান থেকে অ্যান্টিগা ও বারবুডায় ফেরত পাঠানো হল পলাতক ভারতীয় ব্যবসায়ী মেহুল চোক্সীককে। ১০ হাজার ইস্ট ক্যারিবিয়ান ডলার জমা দিয়ে জামিন পেলেন তিনি।
  • ২২-২৭ জুলাই রাশিয়া ও পাকিস্তান যৌথ নৌ-মহড়া চালাবে বলে জানানো হল।
জাতীয়
  • সেনাবাহিনীর গোপন তথ্য পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে পাচার করার অভিযোগে পরমজিত সিং নামে মেশিন সেনা কর্মী ও হাবিবুর রহমান নামে একজন আনাজ ব্যবসায়ীকে গ্রেফতার করা হল। পাকিস্তান হাইকমিশনের কর্মরত কামাল নামের এক ব্যক্তি হাবিবুরকে ভয় দেখিয়ে এই কাজ করেছে বলে অভিযোগ।
  • পূর্ব ইউরোপের জর্জিয়ায় সফরে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সপ্তদশ শতকে জর্জিয়ার রানী কেটেভান এর কিছু স্মারক তুলে দেওয়া হয়েছে সে দেশের হাতে।
  • ‘রাষ্ট্রদ্রোহ’ আইন’ ব্যবহারের দীর্ঘ অভিযোগে নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। স্বাধীনতার ৭৫ বছর পরও এই রকম দমনমূলক একটি আইনের অস্তিত্ব কেন থাকবে তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল সর্বোচ্চ আদালত।
বিবিধ
  • জুন থেকে টানা ৪০ দিনই প্রায় লিটার প্রতি দাম বাড়ল পেট্রোলের। এখন দেশের কুড়িটি রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোলের দাম প্রতি লিটার ১০০ টাকা অতিক্রম করে গেল।
খেলা
  • সদ্যসমাপ্ত ইউরো প্রতিযোগিতায় সুন্দর গোল হিসেবে নির্বাচিত হল স্কটল্যান্ডবিরুদ্ধে চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকের করা গোলটি।
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংল্যান্ডের ফুটবলারের উদ্দেশ্যে কটূক্তি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানাল ব্রিটিশ সরকার।