পাক- আফগান সীমান্তের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর স্পিজ বলডাকের দখল নিল তালিবান জঙ্গিরা। এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করলেন প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ।
ডমিনিকায় গ্রেপ্তার হওয়ার ৫১ দিন পর সেখান থেকে অ্যান্টিগা ও বারবুডায় ফেরত পাঠানো হল পলাতক ভারতীয় ব্যবসায়ী মেহুল চোক্সীককে। ১০ হাজার ইস্ট ক্যারিবিয়ান ডলার জমা দিয়ে জামিন পেলেন তিনি।
২২-২৭ জুলাই রাশিয়া ও পাকিস্তান যৌথ নৌ-মহড়া চালাবে বলে জানানো হল।
জাতীয়
সেনাবাহিনীর গোপন তথ্য পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে পাচার করার অভিযোগে পরমজিত সিং নামে মেশিন সেনা কর্মী ও হাবিবুর রহমান নামে একজন আনাজ ব্যবসায়ীকে গ্রেফতার করা হল। পাকিস্তান হাইকমিশনের কর্মরত কামাল নামের এক ব্যক্তি হাবিবুরকে ভয় দেখিয়ে এই কাজ করেছে বলে অভিযোগ।
পূর্ব ইউরোপের জর্জিয়ায় সফরে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সপ্তদশ শতকে জর্জিয়ার রানী কেটেভান এর কিছু স্মারক তুলে দেওয়া হয়েছে সে দেশের হাতে।
‘রাষ্ট্রদ্রোহ’ আইন’ ব্যবহারের দীর্ঘ অভিযোগে নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। স্বাধীনতার ৭৫ বছর পরও এই রকম দমনমূলক একটি আইনের অস্তিত্ব কেন থাকবে তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল সর্বোচ্চ আদালত।
বিবিধ
জুন থেকে টানা ৪০ দিনই প্রায় লিটার প্রতি দাম বাড়ল পেট্রোলের। এখন দেশের কুড়িটি রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোলের দাম প্রতি লিটার ১০০ টাকা অতিক্রম করে গেল।
খেলা
সদ্যসমাপ্ত ইউরো প্রতিযোগিতায় সুন্দর গোল হিসেবে নির্বাচিত হল স্কটল্যান্ডবিরুদ্ধে চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকের করা গোলটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংল্যান্ডের ফুটবলারের উদ্দেশ্যে কটূক্তি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানাল ব্রিটিশ সরকার।