আন্তর্জাতিক
- আফগানিস্তানে একটি বাজারে বিস্ফোরনে প্রাণ হারালেন ৮ জন। কাবুলে এই ঘটনা ঘটেছে। ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। মহরমের আগে এই নিয়ে শিয়া মুসলিম অধ্যুষিত এলাকায় পরপর দুটি ঘটনায় ১৬ জনের প্রাণহানি হল।
- চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ সফরে গিয়ে বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তবে কোনও উন্নয়নমূলক কাজের জন্য চিনের থেকে ঋণ নেওয়ার প্রস্তাবে সায় দেয়নি বাংলাদেশ।
জাতীয়
- স্পেস কিডস ইন্ডিয়া সংস্থার অধীনে দেশের ৭৫০ জন স্কুল পড়ুয়াকে দিয়ে তৈরি করা হয়েছিল কৃত্তিম উপগ্রহ ‘আজাদিস্যাট’। সেটি এবং অবজারভেশন -০২ নামের অপর একটি কৃত্তিম উপগ্রহ নিয়ে শ্রীহরিকোটা থেকে মহাকাশ যাত্রা করেছিল এস এস এল ভি – ডি ১ রকেট। এই অভিযান সফল হয় নি বলে জানিয়েছে ইসরো। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এই উদ্যোগ নিয়েছিল ইসরো।
খেলা
- বার্মিংহাম কমনওয়েলথ গেমসে একদিনে পাঁচটি সোনার পদক পেল ভারত। এদিন মেয়েদের বক্সিং – এর ৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন নীতু ঘাঙ্ঘাস। এবারই প্রথম কমনওয়েলথ গেমসে নেমেছিলেন ২১ বছরের নীতু। বক্সিং থেকে সোনার পদক জিতলেন আরও একজন ভারতীয় মহিলা। তিনি নিখাত জারিন। মহিলাদের বক্সিংয়ের লাইট ফ্লাইওয়েট বিভাগে (৪৮-৫০ কেজি) সোনা জিতলেন তিনি। বক্সিং থেকে সোনা জিতলেন ভারতের অমিত পঙ্ঘলও। বিগত গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে তিনি রুপো জিতেছিলেন। প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়ে ট্রিপল জাম্পে সোনা জিতলেন ভারতের এলধোস পল।তিনি ১৭.০৩ মিটার লাফিয়েছেন । ওই একই বিভাগে রুপো পেলেন ভারতের আবদুল্লা আবু বাকের। অল্পের জন্য এই বিভাগে ব্রোঞ্জ হাতছা়ড়া হয়ে গেল প্রবীণ চিত্রাভেলের। এছাড়াও ছেলেদের ১০০০০ মিটার হাঁটায় ব্রোঞ্জ পেলেন সন্দীপ কুমার। তিনি সময় নিয়েছেন ৩৮:৪৯.২১ মিনিট। মহিলাদের জ্যাভলিনে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের অন্নু রানি।তিনি ৬০ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েছেন । মহিলাদের হকিতে ব্রোঞ্জ জিতল ভারত। মহিলাদের ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৯ রানে হেরে রুপো জিতলেন হরমনপ্রীতরা। টেবিল টেনিস মিক্সড ডাবলসে সোনা পেলেন শরৎ কমল ও শ্রীজা আকুলা। টেবিল টেনিস এর পুরুষদের ডাবলসে রুপো জিতলেন ভারতের শরৎ কমল ও জি সাথিয়ান। স্কোয়াশ মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পেলেন সৌরভ ঘোষাল ও দীপিকা পাল্লিকাল।
- আন্তর্জাতিক দাবা ফেডারেশনের ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতের কিংবদন্তী দাবাড়ু বিশ্বনাথন আনন্দ।
- ওয়েস্ট ইন্ডিজ সফরে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারত ৮৮ রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে । ভারত সিরিজ জয় করল ৪-১ ব্যবধানে ।
বিবিধ
- লিথিয়াম ব্যাটারি নিয়ে গবেষনার জন্য সুপরিচিত বিজ্ঞানী নাল্লাথামবি কালাইসেলভি । তিনি কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ – এর ডিরেক্টর নিযুক্ত হলেন। এই প্রথম কোনও মহিলা বিজ্ঞানী এই পদে বসছেন।