কারেন্ট অ্যাফেয়ার্স ৮ আগস্ট ২০২২

449
0
daily current affairs
Courtesy: Telegraph India

আন্তর্জাতিক
  • তাইওয়ান প্রণালীতে তাইওয়ান ভূখণ্ডের গা ছুঁয়ে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে চিন। এই মহড়া আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কম্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব কমন্সের স্পিকার ন্যান্সি পলোসির তাইওয়ান সফরের পর থেকেই তাইওয়ান প্রণালীতে মহড়া শুরু করেছে চিন। তাদের দাবি , তাইওয়ান চিনের অংশ। চিন – মার্কিন সম্পর্কেও অবনতি হয়েছে ।
জাতীয় 
  • রাজস্থানের পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩ জন পুণ‍্যার্থীর। রাজস্থানের শিকারে জনপ্রিয় খাটু শ্যাম মন্দিরে এই দুর্ঘটনা ঘটেছে। গিয়ারাস উৎসবের জন্য ভিড় হয়েছিল ওই মন্দিরে।
  • হিমাচল প্রদেশে মেঘভাঙ্গা বৃষ্টিতে মৃত্যু হল এক জনের। হিমাচলপ্রদেশের চাম্বায় কার্যত ধ্বংস হয়ে গেল দু’টি গ্রাম।
 
খেলা 
  •  বার্মিংহাম কমনওয়েলথ গেমসের শেষ দিনে ব্যাডমিন্টনে একদিনে সোনা জেতায় হ্যাটট্রিক করল ভারত। মেয়েদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জিতলেন ভারতের পিভি সিন্ধু। এই প্রথমবার কমনওয়েলথ সোনা জিতলেন তিনি। ফাইনালে সিন্ধু ২১-১৫, ২১-১৩ গেমে হারালেন গতবারের সোনার পদক জয়ী কানাডার মিশেল লি-কে। ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ভারতের লক্ষ্য সেনও সোনার পদক জিতলেন। তিনি হারালেন মালয়েশিয়ার জে ইয়ংকে। পুরুষদের ডাবলসে সোনা জিতলেন সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। ইংল্যান্ডের লেন বেন ও ভেন্ডি সিনকে হারালেন তাঁরা। টেবিল টেনিস থেকেও এদিন সোনা জিতল ভারত। পুরুষদের সিঙ্গলসে অচিন্ত্য শরৎ কমল হারালেন ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে। শরৎ কমল  এর আগে ২০০৬ সালে  মেলবোর্ন কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। ১৬ বছরে ৫টি কমনওয়েলথ গেমস থেকে ৭ টি সোনা , ৩টি রুপো, ৩টি ব্রোঞ্জ মিলিয়ে ১৩টি পদক জিতেছেন কমল। এখন তাঁর বয়স ৪০ বছর।  অন্য দিকে  জি সাথিয়ান ব্রোঞ্জ পদক জিতলেন। ছেলেদের হকিতে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ০-৭ গোলে হার মেনে রুপো পেল।
  • আই সি সি-এর জুলাই মাসের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হলেন শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্য।
 
বিবিধ
  • অবসর গ্রহণ করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে এদিন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বললেন, সাংসদদের উচিত তিনটি ডি অনুসরণ করা , ডিগনিটি , ডিসেন্সি ও ডিবেট।

কারেন্ট অ্যাফেয়ার্স ৭ আগস্ট ২০২২