কারেন্ট অ্যাফেয়ার্স ১০ আগস্ট ২০২২

424
0
Current Affairs 12th February

আন্তর্জাতিক
  • তাইওয়ান নিয়ে শ্বেতপত্র প্রকাশ করল চিন। ২০০০ সালের পর পুনরায় স্বশাসিত তাইওয়ান নিয়ে শ্বেতপত্র প্রকাশ করল তারা। সেখানে স্পষ্ট দাবি করা হয়েছে , প্রয়োজন হলে তাইওয়ান অধিগ্রহণ করে সেখানে সামরিক বাহিনী পাঠাবে তারা। অবশ্য এক সপ্তাহ ধরে তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া সমাপ্ত হয়েছে বলেও জানানো হয়েছে।
  • চিনে নতুন একটি ভাইরাসের খোঁজ পাওয়া গেছে। তার নাম দেওয়া হয়েছে নোভেল লাংইয়া নিপাভাইরাস বা লেভি। অন্তত ৩৫ জন সংক্রমিত হয়েছেন এই ভাইরাসে।
জাতীয়
  • বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তেজস্বী যাদব। ৭টি দলের জোট সরকারের মুখ হলেন নীতীশ। এই নিয়ে তিনি অষ্টম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন।
  • আনুষ্ঠানিকভাবে দেশের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন বিচারপতি উদয় উমেশ ললিত। তিনি ২৭ আগস্ট দায়িত্ব গ্রহণ করবেন ও মাত্র ৭৪ দিন ওই পদে থাকবেন। তিনি হবেন দেশের ৪৯ তম প্রধান বিচারপতি।
  • কবি , সমাজকর্মী ভারভারা রাওকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত তিনি।
খেলা 
  • চলতি মরসুমে ইউএস ওপেন খেলার পর অবসর নেবেন বলে ইঙ্গিত দিলেন সেরিনা উইলিয়ামস। সিঙ্গলসে ২৩টি গ্র্যান্ডস্লাম খেতাব জিতেছেন সেরিনা।
  • জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হল বাংলাদেশ।
বিবিধ 
  • বিমান সংস্থাগুলির জন্য ২০২০ সালের ২৫ মে থেকে ঘরোয়া উড়ানে টিকিটের দামের যে উর্দ্ধসীমা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার , তা ৩১আগস্ট থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত জানানো হল।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ৯ আগস্ট ২০২২