কারেন্ট অ্যাফেয়ার্স ১১ আগস্ট ২০২২

536
0
daily current affairs

ন্তর্জাতিক
  • থাইল্যান্ডের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে । আপাতত তিনি ৯০ দিনের জন্য সিঙ্গাপুরের আশ্রয়ে আছেন । তাঁকে মানবিকতার খাতিরে থাকতে দেওয়া হলেও এই সময়ের মেয়াদ আর বাড়াতে নারাজ সিঙ্গাপুর ।
  • আফ্রিকার মালিতে সন্ত্রাসবাদী হামলায় বিধ্বস্ত হল একটি সেনা ঘাঁটি । পশ্চিম আফ্রিকার এই দেশের তোসিত শহরের কাছে ওই সেনা ঘাঁটিতে ভোর রাতে কয়েকশ ইসলামিক স্টেটের জঙ্গি হানা দেয় । অন্তত ৪২ জন সেনার মৃত্যু হয়েছে । মালির সেনা শাসকদের দাবি , সংঘর্ষে ৩৭ জন জঙ্গিরও মৃত্যু হয়েছে ।

 

জাতীয়
  • ভূমিকম্প অনুভূত হল পশ্চিমবঙ্গের এক বিরাট অংশ জুড়ে । রিখটার স্কেল অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল ৪.৮ । নদিয়া, উত্তর ২৪ জেলায় কম্পন অনুভূত হয় । তবে ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি ।
  • আয়কর দপ্তর মহারাষ্ট্রে তল্লাশি চালিয়ে গত ৩ আগস্ট থেকে আট দিনে ৫৬ কোটি টাকা নগদ ও ১৪ কোটি টাকার বেনামি সম্পত্তি উদ্ধার করেছে বলে জানানো হল ।
  • রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ১৯৯৯ সালের কান্দাহার বিমান ছিনতাই কাণ্ডে অভিযুক্ত জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর নেতা আব্দুল রউফ আজহারের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রয়াস বন্ধ হয়ে গেল চিনের বাধায় । পরিষদের বৈঠকে ভারতের আনা প্রস্তাবটি ১৫ সদস্যের সকলেই  সমর্থন করলেও ভেটো প্রয়োগ করে আপত্তি জানায় চিন ।
  • গরু পাচারের মামলায় দশ বারের মধ্যে নয় বারের সমনই এড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল । এদিন বোলপুর থেকে তাঁকে গ্রেপ্তার করল সিবিআই ।
  • কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি হানায় শহিদ হলেন ৪জন সেনা । এই ঘটনায় ২জন জঙ্গিও প্রাণ হারিয়েছে ।
খেলা
  • উয়েফা সুপার কাপ জিতল রিয়াল । মরসুম শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের জয়ী দলের সঙ্গে ইউরোপা লীগ বিজয়ী ক্লাবের মধ্যে এই খেলা হয় । রিয়াল মাদ্রিদ ২-০ গোলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে এই ট্রফি জিতল  ।
  • লন্ডনে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের ভবানী দেবী। চেন্নাইয়ের এই তরুণী ব্যক্তিগত সাব্রে ইভেন্টের ফাইনালে এই সাফল্য পেলেন। ভবানী বিশ্বের ৪২ নম্বর ফেন্সার। তিনি  ফাইনালে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই অস্ট্রেলিয়ার ভেরোনিকা ভ্যাসিলেভাকে পরাস্ত করলেন ।
বিবিধ
  • ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান লিজিয় দ্য নর পাচ্ছেন শশী থারুর । কংগ্রেস সাংসদ থারুরকে এই পুরস্কার প্রাপ্তির কথা জানিয়েছে ভারতের ফরাসি দূতাবাস ।