কারেন্ট অ্যাফেয়ার্স ১২ আগস্ট ২০২২

476
0
daily current affairs
Courtesy: Mint

আন্তর্জাতিক
  • সলমন রুশদি ছুরিকাহত হলেন । গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । আটক করা হয়েছে আততায়ীকে । তার পরিচয় গোপন রাখা হয়েছে । নিউ ইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইনস্টিটিউশনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় রুশদির উপর হামলা চালানো হল । ৭৫ বছরের লেখকের ঘাড়ে ১৫-২০ বার ছুরির কোপ বসানো হয়েছে। রুশদির ‘দ্য সেটানিক ভার্সেস’ উপন্যাসের জন্য ১৯৮৯ সালে তাঁর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতোল্লা খেমেইনি । তখন তাঁর মাথার দাম ধার্য করা হয়েছিল ২৮ লক্ষ ডলার । পরে তা বাড়িয়ে করা হয় ৩৩ লক্ষ ডলার । এদিনের হামলার পরও ইরান রুশদির কড়া সমালোচনা করেছে ।
জাতীয় 
  • ‘বীর গাথা’ প্রতিযোগিতায় জয়ী ২৫ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । ‘আজাদি কা অমৃত মহোৎসব’- এর অঙ্গ হিসেবে এই প্রতিযোগিতায় দেশের ৪৭৮৮টি স্কুলের ৮ লক্ষ ৪ হাজার পড়ুয়া অংশ নিয়েছিল ।
  • কাশ্মীরে ফের একজন পরিযায়ী শ্রমিককে হত্যা করল জঙ্গিরা । বিহারের বাসিন্দা ওই শ্রমিকের নাম মহম্মদ আমরেজ । বন্দীপোরা অঞ্চলে তাঁকে গুলি করা হয় ।
খেলা 
  • বাংলার সাঁতারু তাহরিনা নাসরিন৷জিব্রাল্টার প্রণালী পার করলেন । দীর্ঘ ১৫.১ কিমি জলপথ অতিক্রম করতে তিনি সময় নিয়েছেন ৪ ঘন্টা ২৩ মিনিট ।উলুবেড়িয়া নিমদিঘির বাসিন্দা আয়কর দফতরের কর্মী তাহরিনা নাসরিন৷
  • উত্তরাখন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হলেন ঋষভ পন্থ।

 

বিবিধ
  • কন্নড় শিল্পী শিবমোগা সুব্বান্না (৮৬) প্রয়াত হলেন । তিনি ছিলেন কন্নড় ভাষার প্রথম নেপথ্য শিল্পী যিনি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন(১৯৭৮ সালে) ।
  • ফরাসি কার্টুনিস্ট জঁ সাক সঁপে (৮৯) প্রয়াত হলেন । লিটল নিকোলাস চরিত্রটি তাঁরই তৈরি ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ১১ আগস্ট ২০২২