কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ আগস্ট ২০২২

364
0
daily current affairs

আন্তর্জাতিক

  • সলমন রুশদির ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ করল নিউইয়র্ক পুলিশ। ইরানি বইশোদ্ভুত , মার্কিন নাগরিক, নিউ জার্সির ২৪ বছরের যুবক হাদি মাতা এই কান্ড ঘটিয়েছে। ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে সে গুরুতর জখম করেছে রুশদিকে। এখন রুশদি হাসপাতালে ভর্তি। প্রাথমিক তদন্তে নিউ ইয়র্ক পুলিশ জানতে পেরেছে , হাদি শিয়া মুসলিম সম্প্রদায়ের।পুলিশের সন্দেহ , সে লোন উলফ বা একক জঙ্গি । ‘দ্য স্যাটানিক ভার্সেস’ লেখার পর ১৯৮৯ সালে রুশদিকে খুনের ফতোয়া জারি করেছিলেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লা খোমেইনি। শুক্রবার সেটাই  কার্যকর করার উপক্রম করেছিল  হাদি ।
  • শেষপর্যন্ত চিনের জাহাজ ‘ইউয়ান ওয়াং ৫’ – কে নোঙর করার অনুমতি দিল শ্রীলঙ্কা । হামবানটোটা বন্দরে জাহাজটিকে  ১৬ থেকে ২২ আগস্ট নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে । উন্নত প্রযুক্তির ওই জাহাজটিকে শ্রীলঙ্কার বন্দরে আসার বিষয়ে আপত্তি জানিয়েছিল ভারত।

জাতীয় 

  • চন্দ্রভাগা নদীর ওপর নির্মিত বিশ্বের উচ্চতম রেল সেতুর উদ্বোধন হল। নদী থেকে সেতুর উচ্চতা ৩৫৯ মিটার। ইস্পাতের ১৭ টি স্তম্ভের ওপর রয়েছে সেতুটি। তার মধ্যে সবথেকে উঁচুটির উচ্চতা ১৩৩.৭ মিটার। নদীর ওপর সেতুটির দৈর্ঘ্য ১.৩কিলোমিটার।
  • ন্যাশনাল নারকোটিক্স ব্যুরো এর প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেরেকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে মুক্তি দিল জাত পাত বিচার করা নিয়ে গঠিত বিশেষ কমিটি । তিনি ধর্মপরিচয় গোপন করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খান। এমনকী ওয়াংখেরে কখনও ধর্ম পরিবর্তন করেননি বলেও জানালো ওই কমিটি।
  • সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ রাখার অভিযোগে ৪জন সরকারি কর্মীকে বরখাস্ত করা হল জম্মু ও কাশ্মীরে। তাঁদের মধ্যে রয়েছেন দুজন কট্টর জঙ্গির স্ত্রী ও পুত্রও।

খেলা 

  • ব্যালন ডি’ওর পুরস্কার পাওয়ার প্রাথমিক তালিকায় নেই লিওনেল মেসির নাম। ২০০৫ সালের পর এই প্রথমবার এই ঘটনা ঘটছে। প্রসঙ্গত , মোট সাত বার ব্যালন ডি’ওর পুরস্কার জিতেছেন মেসি। ৩০ জনের তালিকায় নেই নেইমারের নামও।
  • সদ্য সমাপ্ত বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ভারতীয় প্রতিযোগীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিবিধ 

  • সাড়ম্বরে শতবর্ষ পালন করা হল গুসের। গুস হল একটি কচ্ছপ। কানাডার হেলিফ্যাক্স মিউজিয়ামে রয়েছে সে। ওই মিউজিয়ামেই গুস রয়েছে ৬২ বছর ধরে।