আন্তর্জাতিক
- তাইওয়ান নিয়ে উত্তেজনার পারদ চড়ছেই। চিনের হুমকি উপেক্ষা করে গত ২ আগস্ট তাইওয়ান সফরে গিয়েছিলেন মার্কিন সংসদের স্পিকার ন্যান্সি পোলোসি। তারপরই ৭ দিন ধরে তাইওয়ানের চর্তুদিকে সামরিক মহড়া চালিয়েছিল চিন। এদিন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল তাইওয়ান সফরে যাওয়ার পরই পুনরায় তাইওয়ানের চর্তুদিকে সামরিক মহড়া চালালো চিন। ৫ সদস্যের প্রতিনিধি দল এদিন বৈঠক করে তাইওয়ানের রাষ্ট্রপতি সাই- ইং- ওয়েনের সঙ্গে।
- মায়ানমারের নেত্রী আং সাং সু চি – কে চারটি দুর্নীতির মামলায় ছয় বছর কারাদণ্ড দিল আদালত। সেনা শাসিত মায়ানমারে অবশ্য সব মামলাই চলছে লোক চক্ষুর অন্তরালে। গত সপ্তাহে একটি মামলায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যে ১৮টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে তাতে ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে নোবেল পুরস্কার বিজয়ী নেত্রীর ।
জাতীয়
- দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৬তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে পতাকা উত্তোলন করতে সাহায্য বায়ুসেনার স্কোয়াড্রন লিডার সুমিতা যাদব। এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী , হকার , শ্মশান কর্মীদের। মহাকাশ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী রাজা চারী। ডিজিটাল ক্ষেত্রে ভারতের উন্নতির কথা তুলে শুভেচ্ছা জানালেন মাইক্রোসফটের প্রধান বিল গেটস।
- বীর সাভারকরের ছবি অবমাননার অভিযোগে কর্ণাটকের শিবমোগ্গা জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করতে হল প্রশাসনকে।
খেলা
- ইংল্যান্ডে চলতি মরসুমে সপ্তম শতরানটি করে ফেললেন চেতেশ্বর পূজারা। কাউন্টি ক্রিকেটে করেছেন ৫টি। এখন একদিনের ক্রিকেটে দ্বিতীয় শতরান করে ফেললেন রয়্যাল লন্ডন কাপে। এদিন টি টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ২৭ বলে ৭৪ রান।
- ধারাভাষ্যকারের পেশা থেকে অবসর নিলেন ইয়ান চ্যাপেল । ৪৫ বছর ধরে তিনি ক্রিকেটের ধারাভাষ্য দিয়ে আসছেন । অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের জনপ্রিয় ধারাভাষ্যকার এই প্রাক্তন ক্রিকেটার ।
- কানাডা ওপেন টেনিসে চ্যাম্পিয়ন হলেন সিমোনা হালেপ। এই নিয়ে তৃতীয়বার।
- দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন কেশব মহারাজ ।
- ২০৩২ সালে ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিবিধ
- ভারতের ডাক বিভাগের পিন কোড ব্যবস্থার সুবর্ণ জয়ন্তী পূর্ণ হল। ১৯৭২ সালের ১৫ আগস্ট ঠিকানা চিনতে সুবিধার জন্য দেশজুড়ে ৬ সংখ্যার পিন কোড ব্যবস্থা চালু হয়। দেশে এখন ১৫৪৯৬৫টি ডাকঘর রয়েছে। ২৩টি সার্কেলে ভাগ করা হয়েছে এই ডাকঘরগুলিকে।