কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুলাই ২০২১

816
0
daily current affairs

আন্তর্জাতিক
  • তালেবান‌ যোদ্ধাদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ১৫ বছরের বেশি কিশোরী ও ৪৫ বছরের কম বিধবাদের তালিকা চেয়ে পাঠাল তালেবান। ইরান,পাকিস্তান, উজবেকিস্তান,তাজিকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকার ইমাম ও মৌলভিদের কাছ থেকে ওই তালিকা চেয়ে পাঠানো হয়েছে।
  • পাক সীমান্ত অঞ্চলে পাকিস্তানি বায়ুসেনা সরাসরি তালেবান জঙ্গিদের সহায়তা করছে বলে অভিযোগ করলেন আফগান উপরাষ্ট্রপতি আমরুল্লা সালেহ।
  • সন্ত্রাসবাদী সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের প্রাক্তন নাগরিক প্রধান আসাদুজ্জামান চৌধুরীকে গাজিপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হল। ডিসেম্বর ২০০৫ সালের ৬ ডিসেম্বর নেত্রকোনা শহরে আত্মঘাতী বিস্ফোরণে ৮ জনের মৃত্যুর মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
জাতীয়
  • করোনা সংক্রমণের  আশংকায় উত্তরাখণ্ড সরকার কাঁরওয়ার যাত্রা বাতিল করেছিল কিন্তু উত্তর প্রদেশ সরকার তা করেনি। তাদের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট। এক স্বতঃপ্রণোদিত মামলায় এই কথা বলা হয়েছে। এদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে কিনা তা বোঝার জন্য পরবর্তী ১০০ দিন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
বিবিধ
  • পাকিস্তানের দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে তালেবান জঙ্গিদের গুলিতে মৃত্যু হল ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর (৪০)। রয়টার্সের হয়ে তিনি ছবি তুলতে সেখানে গিয়েছিলেন। আফগান সেনাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে ছিলেন দানেশ। ২০১৮ সালে তিনি পুলিৎজার পুরস্কার জিতেছিলেন। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তিনি। গত এক দশক ধরে রয়টার্সের সঙ্গে যুক্ত।
  • অভিনেত্রী সুরেখা সিক্রি (৭৫) প্রয়াত হলেন। তিনি ১৯৮৯ সালে সংগীত নাটক অ্যাকাডেমী পুরস্কার জিতেছিলেন। ১৯৮৮ সালে ‘তমস’, ১৯৯৪ সালে‌ ‘ মাম্মো’, ও ২০১৮ সালে ‘বধাই হো’ ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি। টেলিভিশনে ‘বালিকা বধূ ‘ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
খেলা
  • বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট (২৭৪) পেলেন  শাকিব আল হাসান। এদিন জিম্বাবুয়ের বিরুদ্ধে তার সংগ্রহ ৩০ রানে ৫ উইকেট। এইদিন বাংলাদেশের হয়ে শতরান করলেন লিটন দাস। এই ম্যাচে জয়ী হল বাংলাদেশ। ম্যান অফ দ্যা ম্যাচ হলেন লিটন।