কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ আগস্ট ২০২২

384
0
daily current affairs

আন্তর্জাতিক
  • শিশুদের পালস পোলিও টিকা দিতে গিয়ে প্রাণ হারালেন ২ জন স্বাস্থ্যকর্মী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্বাস্থ্য কর্মীদের ওপর জঙ্গিদের গুলিবর্ষণে এই ঘটনা ঘটেছে। পাক তালিবান জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করছে প্রশাসন।
  • সোমবার আফগানিস্তানে শাসন ব্যবস্থা ফিরে পাওয়ার বর্ষপূর্তি পালন করল তালিবান। বিভিন্ন রকম অনুষ্ঠান হলেও কোথাও প্রকাশ্যে কোনও মহিলাকে উৎসবে অংশ নিতে দেখা যায় নি।
 জাতীয়
  • ভারতীয় সেনার হাতে এফ – ইনসাস তুলে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । এটি শুধুমাত্র অস্ত্র নয় , ফিউচার ইনফ্র্যান্ট্রি সোলজার অ্যাজ এ সিস্টেম’(এফ-ইনসাস)- হল সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা । এখানে থাকবে – ৩০০ মিটার পাল্লার একটি একে ২০৩ অ্যাসল্ট রাইফেল, একটি ব্যালিস্টিক হেলমেট, একটি ব্যালিস্টিক গগলস, বুলেটপ্রুফ ভেস্ট, হেলমেট ও ভেস্ট যা  ৯ এমএম বন্দুকের গুলি এবং একে ৪৭-এর গুলি থেকে রক্ষা করবে। এ ছাড়াও এফ-ইনসাসে সুবিধা থাকবে যোগাযোগ স্থাপনেরও।
  • জম্মু ও কাশ্মীরের পহেললগাঁওতে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ জন জওয়ান । অমরনাথ যাত্রীদের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত ছিলেন তাঁরা । আই টি বি পি জওয়ানদের বাসটি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে ।
  • কাশ্মীরের সোপিয়ান জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন একজন কাশ্মীরি পন্ডিত । এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন ।
খেলা
  • ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নির্বাসিত করল ফিফা।গত ২০ মাস ধরে কমিটির নির্বাচন সম্পন্ন হয়নি । নির্বাচিত কমিটির বদলে এখানে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স এআইএফএফ -এর কাজ চালাচ্ছে। তার বদলে নির্বাচিত কমিটি দায়িত্ব না নিলে এআইএফএফ -এর নিষেধাজ্ঞা তুলে নেবে না ফিফা। এই ঘটনায় অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল জটিলতার মুখে পড়ল। ভারতীয় পুরুষ ও মহিলা দল এবং ক্লাবগুলো আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারবে না নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে।
  • কেভিন ও’ব্রায়েন বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেট কে। আয়ারল্যান্ডের হয়ে ১৬ বছর ধরে খেলেছেন তিনি। তিন ফরম্যাটের ক্রিকেটেই শতরান আছে তাঁর। এই কৃতিত্ব আয়ারল্যান্ডের অন্য কোনো ক্রিকেটারের নেই। তিনি দেশের হয়ে খেলেছেন তিনটি টেস্ট, ১৫৩টি এক দিনের ম্যাচ এবং ১১০টি টি-টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট প্রায় ছ’হাজার রান ও ১৭২টি উইকেট আছে তাঁর। এক দিনের বিশ্বকাপ ক্রিকেটে দ্রুততম শতরান করার রেকর্ড তাঁরই দখলে।
  • কলকাতায় ১৩১তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে হারিয়ে দিল এফ সি গোয়াকে।
বিবিধ
  •  সুপার বাসুকি । দক্ষিণ পূর্ব মধ্য রেলের ২৯৫টি ওয়াগনের প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ মালগাড়িটি দেশের দীর্ঘতম মালবাহী ট্রেন হিসেবে ট্রাকে নামল ১৫ আগস্ট । বিলাসপুর ডিভিশনে ২৬৭ কিলোমিটার পথ ১১ ঘন্টা ২০ মিনিট সময়ে পাড়ি দিল । ৫টি লোকোমোটিভ ইঞ্জিন ট্রেনটিকে চালিয়েছে ।