আন্তর্জাতিক
- কাবুলে বিস্ফোরণে নিহত হয়েছেন ৩৫ জন। কাবুলের খৈর খানা এলাকার একটি মসজিদে প্রার্থনা চলার সময় এই ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন সেখানকার ইমামও। আফগানিস্তানে আই এস জঙ্গিরা গত এক সপ্তাহ ধরে এই ধরনের হামলা চালাচ্ছে।
- টুইটার ব্যবহার করায় ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হল একজন মহিলাকে। এই ঘটনা ঘটেছে সৌদি আরবে। ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষক সালমা-আল-শেহব ছুটিতে সৌদিতে ফিরেছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ , তিনি টুইটার ব্যবহার করে দেশে অশান্তি সৃষ্টি করেছেন ও দেশের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করেছেন। এরপর তাঁকে প্রথমে ৩ বছর ও পরে তা বাড়িয়ে ৩৪ বছর কারাদণ্ড দেওয়া হল।
জাতীয়
- রাজস্থানে একজন শিক্ষিকাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা করল দুষ্কৃতীরা। জয়পুর থেকে ৮০ কিমি দূরে রাইসার গ্রামে গত ১০ আগস্ট সকাল বেলায় আক্রান্ত হয়েছিলেন অনিতা রেগার (৩২)। পুলিশে ফোন করেন। চিৎকার করে মানুষের সাহায্য চান। কিন্তু কারও সাহায্য মেলেনি। তাঁর গায়ে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তখন তার ভিডিও ছবি তুলেছে মানুষ। হাসপাতালে এক সপ্তাহ লড়াইয়ের পর এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে রাজস্থানেরই জালোর জেলার সুরানা গ্রামে উচ্চবর্ণের কলসি থেকে জল খাওয়ার ‘অপরাধে’ এক নয় বছরের বালক শিক্ষকের প্রহারে প্রাণ হারিয়েছে।
- ২০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগে দিল্লী পুলিশ গ্রেপ্তার করেছে সুকেশ চন্দ্রশেখরকে। এই সূত্রে অভিযুক্ত করা হল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নামও।
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকঁর -এর মধ্যে ফোনে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হল।
খেলা
- কাতার বিশ্বকাপের আগে ২২ সেপ্টেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ বাতিল হয়ে গেল। দুটি দলই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। কোভিড পরিস্থিতির জন্য এই ম্যাচ আগে খেলা সম্ভব হয়নি।
- পশ্চিমবঙ্গে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গল ক্লাবের আর্কাইভ উদ্বোধন করে তিনি একথা জানান।
বিবিধ
- রাশিয়ার নাগরিক যে সব মহিলা ১০টি বা তার বেশি সন্তান জন্ম দিয়েছেন তাঁদের মাদার হিরোইন পুরস্কার দেওয়ার ঘোষণা করল রুশ সরকার। সোভিয়েত আমলের পুরস্কার ফিরিয়ে আনা হয়েছে। পুরস্কারের অর্থমূল্য ১৬১৩৮ ডলার।