কারেন্ট অ্যাফেয়ার্স ২০ আগস্ট ২০২২

schedule
2022-08-22 | 13:27h
update
2022-08-22 | 13:27h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ফের জঙ্গিহানা সোমালিয়ায়। রাজধানী মোগাদিশুর হায়াত হোটেলে এই হামলার শিকার ১২ জন। আল কায়দার শাখা সংগঠন আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। ১৫ বছর ধরে সোমালিয়ায় নাশকতা চালিয়ে আসছে আল শাবাব। তবে হাসান শেখ মহম্মদ সোমালিয়ায় রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম জঙ্গি হামলা হল সোমালিয়ায়।

 

 জাতীয়
  •  ঝড় , বৃষ্টি, ধসে হিমাচল প্রদেশে ২২ জনের প্রাণহানি হল । সবথেকে বেশি ক্ষতি হয়েছে মাণ্ডি জেলার । চাক্কি নদীর ওপর একটি শতাব্দী প্রাচীন রেলসেতু ভেঙে পড়েছে । মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাখণ্ডের দেরাদুনও ।
  • রাজস্থানের কারউলিতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি শাখা থেকে ১১ কোটি টাকার কয়েন খোয়া যাওয়ার তদন্তে দেশের ২৫টি স্থানে তল্লাশি চালাল সিবিআই ।
Advertisement

খেলা 
  • প্রাক্তন ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায় প্রয়াত হলেন । তাঁর আসল নাম সমর বন্দ্যোপাধ্যায় । তিনি অধিনায়ক হিসেবে ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক্সে ভারতীয় ফুটবল দলকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন । ভারত চতুর্থ হয়েছিল সেবার । বাংলা দল ১৯৫৩ সালে সন্তোষ ট্রফি জিতেছিল তাঁর নেতৃত্বে । মোহনবাগান ক্লাবে আট বছর খেলেছিলেন ও  ৯৩ টি গোল করেছিলেন । মোহনবাগানকে নেতৃত্ব দেন ৫৮টি ম্যাচে । এবং তখন দেশের সব ট্রফি জিতেছিল সবুজ মেরুন । মোহনবাগানের প্রথমবার রোভার্স কাপ ও ডুরান্ড কাপ জয়ে তাঁর বিশেষ ভূমিকা ছিল ।  হাওড়ার বালিতে ১৯৩০ সালের ৩০ জানুয়ারি জন্ম  হয়েছিল বদ্রু বন্দ্যোপাধ্যায়ের  ।
  • হারারেতে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত ৫উইকেটে পরাস্ত করল জিম্বাবোয়েকে । পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত ।

 

বিবিধ 
  •  রাজস্ব বাড়াতে মদ বিক্রিতে জোর দিচ্ছে জাপান সরকার । এজন্য ‘সাকে ভিভা’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে তারা । জাপানে দেশি মদকে বলে সাকে । এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের মদ বিক্রি বৃদ্ধির নতুন পথ বাতলাতে হবে ।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2024 - 21:20:28
Privacy-Data & cookie usage: