আন্তর্জাতিক
- পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা করা হয়েছে। ইসলামাবাদে পাকিস্তান তেহরিক ই-ইনসাফের সভামঞ্চ থেকে ইমরান খান দুজন বিচারপতি ও দুজন পুলিশ আধিকারিককে হুমকি দিয়েছিলেন। তারই সূত্রে এই মামলা করল বর্তমান সরকার । তাঁর বক্তৃতা সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।
- সোমালিয়ার হোটেল হায়াত অবশেষে ৩০ ঘন্টা পর জঙ্গিমুক্ত হল। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ওই হোটেলে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ২১।
- মস্কোয় গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল দারিয়া দুগিনার (২৯)। তিনি আলেকজান্ডার দুগিনের কন্যা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু তথা রাজনৈতিক নেতা হলেন আলেকজান্ডার দুগিন। বলা হয় ইউক্রেন যুদ্ধ তাঁর মস্তিষ্ক প্রসূত।
জাতীয়
- প্রস্তাব এসেছিল ২০১৬ সালে। অবশেষে নাম বদলে যাচ্ছে চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের। পঞ্জাব ও হরিয়ানা সরকারের যৌথ উদ্যোগে এই বিমানবন্দরের নতুন নাম হচ্ছে শহিদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর। এই ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর সিদ্ধান্তে সমর্থন করেছেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা।
- দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নামে লুক আউট নোটিস জারি করল সিবিআই। দিল্লি আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে মত ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে সিবিআই । সেখানে রয়েছে সিসোদিয়ার নাম ।
খেলা
- ক্রিকেটে ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক নির্বাচিত হলেন শুভমন গিল। সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় ‘এ’ দল ।
- বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখ ৭-০ গোলে পরাস্ত করল বোখুমকে।
বিবিধ
- সরকারি চাকরির পরীক্ষার জন্য অভূতপূর্ব ব্যবস্থা গ্রহণ করল আসাম। পরীক্ষা চলাকালীন চার ঘণ্টা সময় ধরে পুরো আসামেই বন্ধ রাখা হয় ইন্টারনেট। ২৭০০০ শূন্যপদের জন্য পরীক্ষা দিলেন প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী।
- আফগানিস্তানের শেরপুর অঞ্চলে মার্কিন ড্রোন হানায় নিহত হয়েছিলেন আল কায়দা শীর্ষ নেতা আল জাওয়াহিরি। সেই স্থানের ভিডিও তুলতে গিয়ে তালিবানের হাতে বন্দি হন মার্কিন সাংবাদিক ইভর শিয়ারার। গত ১৭ আগস্টের পর থেকে তাঁদের আর খোঁজ নেই।