কারেন্ট অ্যাফেয়ার্স ২২ আগস্ট ২০২২

460
0
Current Affairs 23rd October

আন্তর্জাতিক
  • অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী স্কট মরিসন কোভিড কালীন সময়ে একসঙ্গে ৫টি মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু পুরোটাই হয়েছিল গোপনে। এমনকী ওই দপ্তরের মন্ত্রীরাও জানতেন না যে তাঁরা দায়িত্বচ্যুৎ হয়েছেন। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
  • ইমরান খানকে সরকার গ্রেপ্তার করলে ইসলামাবাদ দখল করে নেওয়া হবে বলে হুমকি দিলেন তাঁর দল পিটিআই – এর নেতা কর্মীরা। সন্ত্রাস দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেছে পাক প্রশাসন। এদিন অবশ্য ইসলামাবাদ হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
 
জাতীয় 
  •  ভারতীয় পড়ুয়াদের পুনরায় স্টুডেন্ট ভিসা দিতে শুরু করল চিন। দুবছরের বেশি সময় ধরে এই ভিসা প্রদান বন্ধ ছিল।
  • নৌকা দিয়ে সমুদ্র অবরোধ করলেন মৎস্যজীবী ও স্থানীয় লোকজন। কেরলের তিরুবনন্তপুরমের ভিজিনজামের ঘটনা। সেখানে আদানি গোষ্ঠী বন্দর নির্মাণ করছে। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে এই আন্দোলন চলছে।
খেলা 
  • সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রশাসক কমিটির ক্ষমতা প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট। আগস্টের শেষ সপ্তাহের পরিবর্তে সেপ্টেম্বর মাসে নির্বাচন নেওয়া হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।
  • জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা চূড়ান্ত ম্যাচে ভারত ১৩ রানে জয়ী হল। এর ফলে একদিনের ক্রিকেট সিরিজে ৩-০ ব্যবধানে জয় লাভ করল ভারত। ভারত করেছিল ২৮৯ রান। এদিন একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম শতরান পেলেন শুভমন গিল। ৮২ বলে শতরান করলেন তিনি। শেষপর্যন্ত ৯৭ বলে তাঁর সংগ্রহ ১৩০ রান। জিম্বাবোয়ের বিরুদ্ধে তাদের মাটিতে ভারতীয়দের মধ্যে একটি সিরিজে সবথেকে বেশি রানের রেকর্ড গড়লেন তিনি। তিনি ভাঙলেন শচীন তেন্ডুলকারের রেকর্ড।
  • মায়ামিতে ক্রিপ্টো কাপ দাবা প্রতিযোগিতায় ভারতের প্রজ্ঞানন্দের কাছে হেরে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। এই নিয়ে গত ৬ মাসে প্রজ্ঞা তৃতীয় বার হারালেন কার্লসেনকে। তবে খেতাব জিতলেন কার্লসেনই। প্রজ্ঞা দ্বিতীয় হয়েছেন।

 

বিবিধ
  •  শেয়ার বাজারে ধস নেমেছে বিশ্বজুড়ে। ভারতে দুদিনে শেয়ার সূচক সেনসেক্স পড়ল ১৫২৪ অঙ্ক। এতে ক্ষতির পরিমাণ ৬.৫৭ লক্ষ কোটি টাকা। তার আগের দুমাসে অবশ্য সেনসেক্স ১৭ % বা ৮৯৩৮ অঙ্ক বৃদ্ধি পেয়েছে।
  • মুম্বইয়ের চলচ্চিত্র প্রযোজক গফ্ফার নাদিয়াদওয়ালা (৯১) প্রয়াত হলেন।