কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ আগস্ট ২০২২

schedule
2022-08-24 | 06:34h
update
2022-08-24 | 06:53h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রজককে ১২ বছরের কারাদণ্ড দিল সেখানকার আদালত। ৫ জন বিচারপতির বেঞ্চ তাঁকে আর্থিক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করেছে।
  • সিরিয়ায় উপদেষ্টা হিসেবে কাজ করতে গিয়েছিলেন ইসলামিক রেভলিউসনারি গার্ড কোর – এর কমান্ডার জেনারেল আবোলফজল আলিজানি । সেখানে তিনি নিহত হয়েছেন বলে জানানো হল। ইরান এই ঘটনায় সন্দেহ করছে ইজরায়েলকে।
Advertisement

জাতীয়
  • বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিংকে গ্রেপ্তার করল হায়দরাবাদের পুলিশ। পরে তিনি জামিন পেলেও তাঁকে সতর্ক করে দিয়েছে আদালত। তাঁকে দল থেকে বহিস্কারের কথা জানিয়েছে বিজেপি। তিনি নুপূর শর্মার মতো ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ।
খেলা 
  • সর্বভারতীয় ফুটবল সংস্থার কর্মসমিটির ( এআইএফএফ) নির্বাচন হবে ২ সেপ্টেম্বর। ২৫ অগস্ট থেকে শুরু হবে মনোনয়ন পত্র পেশ। সুপ্রিম কোর্টের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
  • বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার মেয়েদের সিঙ্গলসে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের সাইনা নেহাওয়াল।
বিবিধ 
  • দক্ষিণ মেক্সিকোর গুরেরো প্রদেশের রাজধানী চিলপানসিংগোয় গুলি করে হত্যা করা হল একজনসাংবাদিককে। তিনি ২০১৪ সালের একটি ঘটনা নিয়ে সমাজমাধ্যমে কিছু লেখা পোস্ট করার পরই তাঁকে গুলি করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার পর ৪৩ জন ছাত্রছাত্রী নিখোঁজ হয়ে গিয়েছিলেন। সেই ঘটনা পুনরায় তুলে ধরতে চেয়েছিলেন সাংবাদিক ফ্রেডিড রোমান।
  • হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেত্রী সোনালি ফোগট (৪২)। গোয়ায় এই ঘটনা ঘটেছে। তিনি বিজেপি দলের সঙ্গে যুক্ত ছিলেন।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 06:46:31
Privacy-Data & cookie usage: