কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ আগস্ট ২০২২

518
0
daily current affairs

আন্তর্জাতিক
  •  রাশিয়ার সঙ্গে যুদ্ধের আবহেই স্বাধীনতা দিবস পালন করল ইউক্রেন । ২৪ আগস্ট ২০২২ তাদের ৩১তম স্বাধীনতা দিবস । এদিনই রাশিয়ার ইউক্রেন আক্রমনের ৬মাস পূর্ন হল । গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া ।
  • সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এর প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হল তাসখণ্ডে । ভারতের প্রতিনিধিত্ব করছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।
জাতীয় 
  • কেরলের বিচারপতি এস কৃষ্ণ কুমারকে বদলি করা হল । তিনি দুদিন আগে একটি মামলার পর্যবেক্ষণে মন্তব্য করেছিলেন যে , কোনও মহিলা ‘যৌন উত্তেজক পোশাক’ পরে থাকলে, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা অনুযায়ী যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলা গৃহীত হবে না।ওই মামলার রায়েও স্থগিতাদেশ দিয়েছে কেরল হাইকোর্ট । এর আগেও তিনি তফসিলি সম্প্রদায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন । সর্বশেষ ওই মন্তব্যের পরেই তাঁকে বদলি করা হল ।
  • বিহার বিধানসভায় আস্থা ভোটে জয় লাভ করলেন নীতীশ কুমার । তার আগে ইস্তফা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিজয় কুমার সিনহা ।
খেলা 
  • রোমানিয়ায় শুরু হয়েছে আই বি এস এফ বিশ্ব জুনিয়র স্নুকার চ্যাম্পিয়নশিপ । সেখানে অনুর্ধ ২১ বছর বিভাগে ভারতের অনুপমা রামচন্দ্রন রুপো ও কীর্তনা পান্ডিয়ান ব্রোঞ্জ পদক জিতলেন ।
  • বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতের এইচ এস প্রণয় হারিয়ে দিলেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই তথা প্রাক্তন চ্যাম্পিয়ন কেনতো মোমোটাকে ।

 

 বিবিধ 
  •  কানাডার অটোয়ার একটি হোটেল থেকে চুরি গেল প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একটি ছবি । বিখ্যাত ফটোগ্রাফার ইউসুফ কার্শের তোলা ছবিটির নাম ‘রোরিং লায়ন’ । ১৯৪১ সালে কানাডার সংসদে ভাষণ দেওয়ার সময় ছবিটি তোলা হয়েছিল ।