কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ আগস্ট ২০২২

428
0
Current Affairs 21st January
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • ইউক্রেনের একটি রেলওয়ে স্টেশনে মিলিটারি ট্রেনের ওপর আছড়ে পড়ল রকেট । রাশিয়ার ছোঁড়া ওই রকেটের বিস্ফোরণে নিহত হয়েছেন ২৫ জন । ওই ট্রেনটি ডনবাসে যাচ্ছিল ।
  • প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১৩.৯ % বাড়িয়ে ১৯৪১ কোটি ডলার করল তাইওয়ান । এদিকে আগামী অর্থবর্ষে চিনেরও প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৭.১ % বাড়িয়ে  ২১১৬২ কোটি ডলার করা হয়েছে ।
জাতীয় 
  • পেগাসাস তদন্তে সহযোগিতা করেনি কেন্দ্রীয় সরকার । ইজরায়েলের সাইবার আর্মড কোম্পানি এনএসওর বানানো পেগাসাস নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। ফোনে আড়ি পাততে এই সফটওয়্যার ব্যবহার করা হয় । বিষয়টি নিয়ে তদন্ত করতে সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করেছিল । তাদের রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে । সুপ্রিম কোর্টে এদিন সেই রিপোর্ট খোলা হয়েছে ।
  • বিলকিস বানো মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তি দেওয়ার ঘটনায় গুজরাট সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট । দুসপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে । ২০০২ সালের ঘটনার জন্য ২০০৮ সালে ১১ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল । স্বাধীনতা দিবসে তাদের মুক্তি দেয় গুজরাট সরকার । এঘটনায় কেন্দ্রীয় সরকারকেও নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট ।
  • নির্বাচন কমিশন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়কপদ বাতিলের সুপারিশ করেছে বলে খবরে প্রকাশ । আইন অনুযায়ী কোনও জনপ্রতিনিধি একের অধিক লাভ জনক পদে থাকতে পারেন না । কিন্তু ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা রঘুবর দাশ চলতি বছরের ১০ ফেব্রুয়ারি প্রথম এই অভিযোগ করেন যে হেমন্ত সোরেনের নামে একটি পাথর খাজানার ইজারা নেওয়া আছে । হেমন্ত সোরেন নিজেই খনি দপ্তরের মন্ত্রী । এরপর রাজ্যপালের দপ্তর থেকে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে কী করণীয় তা জানতে চাওয়া হয়েছিল ।
  • পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্যের নামে লুক আউট নোটিশ জারি করল সিবিআই ।

 

খেলা 
  •  ইউএস ওপেন থেকে নাম তুলে নিলেন নোভাক জোকোভিচ । কোভিড টিকা না নিলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যায় না । কিন্তু নোভাক টিকা নেবেন না । এই কারণে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক  এবছর অস্ট্রেলিয়ান ওপেন প্রতিযোগিতায়ও খেলতে পারেননি ।
  • ম্যানচেস্টার টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হল ২৫১ রানে  । জবাবে  ৩ উইকেট হারিয়ে ১১১ রান করল ইংল্যান্ড ।
  • উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ।
বিবিধ 
  • গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে গত বছরের সেপ্টেম্বর মাসে বাজেয়াপ্ত করা হয়েছিল ২১ হাজার কোটি টাকার নিষিদ্ধ মাদক হেরোইন । সেই ঘটনার তদন্ত চালিয়ে হরপ্রীত সিং তলোয়ার ওরফে কবীর নামে দিল্লির একজন ব্যবসায়ীকে  গ্রেপ্তার করল এন আই এ ।

কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ আগস্ট ২০২২