কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জুলাই ২০২১

schedule
2021-07-20 | 15:13h
update
2021-07-20 | 15:16h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • জার্মানিতে আকস্মিক বন্যায় মৃত্যু হল ১৩৩ জন। পশ্চিম জার্মানির বিস্তীর্ণ অংশ এখন জলের তলায় । বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। বেলজিয়ামেও বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এই দিনের এই হড়পা বানকে বলা হচ্ছে ‘ ফ্লাড অব ডেথ’।
  • কোভিশিল্ডকে মান্যতা দিল ফ্রান্স। এর আগে জার্মানি সুইডেন সহ ১৩টি দেশ এই প্রতিষেধককে মান্যতা দিয়েছিল।
  • পাকিস্তান-আফগানিস্তানের দূত নাজিবুল্লাহ আলি খানের মেয়ে সিলসিলাকে (২৬) অপহরণ করে প্রবল নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করল প্রশাসন। এখন সিলসিলা হাসপাতালে ভর্তি। এদিকে ব্রিটেনের জানিয়েছে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতায় এলে তারা তাদের স্বীকৃতি দেবে।
Advertisement

জাতীয়
  • জেসুইট পাদ্রি স্ট্যানিস্লাস লার্ডুস্বামীর ঘটনাকে একটি চিরকালীন কালো দাগ বললে মন্তব্য করলেন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিশেষ প্রতিনিধি মেরি লেলর।
  • ভারতের হাতে দুটি অত্যাধুনিক এম এইচ ৬০ রোমিও মাল্টিরোল হেলিকপ্টার তুলে দিল মার্কিন সংস্থা লকহিড মার্টিন। জন্য ভারতীয় নৌসেনার জন্য ২৪০ কোটি ডলারে ২৪টি কপ্টারের বরাদ দেওয়া হয়েছিল। তার প্রথম দুটি এদিন ভারতের হাতে এল।
বিবিধ
  • সুপ্রিম কোর্টের শুনানি লাইভ স্ট্রিমিং শীঘ্রই শুরু হবে বলে জানালেন প্রধান বিচারপতি এন ভি রমণা। এক্ষেত্রে দেশবাসী সরাসরি মামলা পর্যবেক্ষণ করতে ও বিচারপতিদের মত জানতে পারবেন। গুজরাট হাইকোর্টের শুনানির লাইভ স্ট্রিমিং উদ্বোধন করে একথা বলেন তিনি।
খেলা
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ৮ নম্বরে ব্যাট করতে নেমে শতরান করলেন আয়ারল্যান্ডের সিমি সিং। আট নম্বরে ব্যাট করতে নেমে শতরান করে বিশ্ব রেকর্ড করলেন তিনি। সিমি ভারতীয় বংশোদ্ভূত।
  • ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে‌ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। উয়েফা এই তথ্য জানাল।
  • অলিম্পিক শুরুর ৬ দিন আগে টোকিয়োয় গেমস ভিলেজ একজন করোনায় সংক্রমিত হলেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.04.2024 - 19:25:46
Privacy-Data & cookie usage: