কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ আগস্ট ২০২২

522
0
daily current affairs
Courtesy: Zee News

আন্তর্জাতিক
  • বন্যা ভয়াল হয়ে ওঠায় পাকিস্তানে জরুরি অবস্থা জারি করা হল । পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণ হারিয়েছেন ৯৩৭ জন । ঘরছাড়া হয়েছেন ৩ কোটির বেশি মানুষ । সিন্ধ প্রদেশ, বালুচিস্তান,  পাখতুনখোয়া, পাঞ্জাব প্রদেশ, গিলগিট-বালতিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে বন্যায় প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে।
  • হিমাচল প্রদেশের বাকোলা এলাকায় গত ৮ আগস্ট থেকে শুরু হয়েছে ভারত – মার্কিন যৌথ সামরিক মহড়া । এই ঘটনায় আপত্তি জানালো চিন । ওই স্থান ভারত – চিন সীমান্তের কাছেই । আগস্ট মাস জুড়ে মহড়া চলবে বলে জানা গেছে ।
 জাতীয় 
  •  পশ্চিম মধ্য রেলের কোটা – নাগরা শাখায় তৃতীয় বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন হল । ঘন্টায় ১৮০কিমি বেগে এদিন ট্রেন চলেছে ।
  • কংগ্রেস থেকে ইস্তফা দিলেন গুলাম নবি আজাদ । দলের প্রাথমিক সদস্য পদও ত্যাগ করেছেন তিনি।
  • অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রমনা । এদিন তাঁর বেঞ্চে যে মামলাগুলি ছিল তার শুনানির লাইভ স্ট্রিমিং হল । এই প্রথম সুপ্রিম কোর্টের কোনও শুনানির লাইভ স্ট্রিমিং হল । প্রসঙ্গত , প্রধান বিচারপতি হিসেবে ১৬ মাস দায়িত্ব পালনের পর অবসর নিলেন বিচারপতি এন ভি রমনা ।
  • মার্কিন সমীক্ষক সংস্থা মর্নিং কনসাল্ট- এর করা সমীক্ষায় বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতার শিরোপা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই সমীক্ষায় বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় রাষ্ট্রনেতার শিরোপা পেয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লোপেজ ওব্রাডর ।
খেলা 
  • ডায়মন্ড লিগে সোনার পদক জিতলেন ভারতের নীরজ চোপড়া । এই প্রথম ভারতের কোনও অ্যাথলিট ডায়মন্ড লিগে সোনা জিতলেন । লুজান ডায়মন্ড লিগে তিনি ৮৯.০৮ মিটার জাভলিন ছুঁড়েছেন । এটি কেরিয়ারে তাঁর তৃতীয় শ্রেষ্ঠ প্রয়াস । এর আগে বিকাশ গৌড়া ডায়মন্ড লিগে পদক পেলেও সোনা জেতেননি ।
  • সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাচন ঘোষণা হতেই এআইএফএফ – এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ফিফা । গত ২৪ আগস্ট তারা ওই নিষেধাজ্ঞা জারি করেছিল । ১২ দিন পর তা উঠল । এর ফলে ভারতীয় ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচ খেলা বা অক্টোবরে মহিলাদের অনূর্ধ্ব-১৭ আয়োজনে বাধা থাকল না ।
  • বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ -এর সেমিফাইনালে উঠলেন সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি – চিরাগ শেট্টি জুটি ।
বিবিধ 
  • সৌর জগতের বাইরে প্রথম কোনো গ্রহে কার্বন ডাই অক্সাইডের সন্ধান পাওয়া গেছে । নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ পৃথিবী থেকে ৭০০ আলোকবর্ষ দূরে এই গ্রহে কার্বন ডাই অক্সাইডের খোঁজ পেল । গ্রহটিকে চিহ্নিত করা হয়েছে ডব্লিউ এ এস পি ৩৯ বি নামে । গ্রহটি প্রথম চিহ্নিত করা হয় ২০১১ সালে ।
  • বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় প্রয়াত হলেন ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ আগস্ট ২০২২