কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ আগস্ট ২০২২

519
0
daily current affairs

আন্তর্জাতিক
  • শেষ মুহূর্তে, চাঁদের উদ্দেশে পাড়ি দেওয়ার আগেই মহাকাশযান আর্টেমিস ১ – এর উৎক্ষেপণ স্থগিত করে দিল নাসা। এই মহাকাশযান চাঁদে পৌঁছে ফের ফিরে আসার কথা। যাত্রাপথ ১৩ লক্ষ মাইল। এর ৩২২ ফুট লম্বা রকেটের আর এস ২৫ ইঞ্জিনটির জ্বালানি ট্যাঙ্কের সমস্যার কারণে এই অভিযান স্থগিত রাখা হল।
  • ভূমিকম্প অনুভূত হল ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। কম্পনের উৎকেন্দ্র ছিল সুমাত্রা প্রদেশ।
  • আফগানিস্তানে হামলা চালানোর জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আকাশ পথ ব্যবহার করার অনুমতি দেয়নি বলে দাবি করল পাকিস্তান। প্রসঙ্গত , এর আগে আফগানিস্তানের  প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুব অভিযোগ করেছিলেন,  পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আরও অভিযোগ, পাকিস্তানের আকাশপথই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান আক্রমণের রাস্তা।
জাতীয়
  • পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছিল। ৫ সেপ্টেম্বরের মধ্যে তার কারণ জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তিনটি জনস্বার্থ মামলার সূত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে।
  • দেশে মহিলাদের জন্য সবথেকে বিপজ্জনক কেন্দ্রশাসিত অঞ্চল হল দিল্লি। অন্যদিকে মহিলাদের জন্য সবথেকে বিপজ্জনক রাজ্য হল রাজস্থান। জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো- এর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। দেশে অ্যাসিড হামলার ঘটনা সবথেকে বেশি হয়েছে পশ্চিমবঙ্গে। দেশে রোজ প্রায় সাড়ে ৪০০ জন আত্মহত্যা করেন বলে উল্লেখ করা হয়েছে। ২০২০ ও ২০২১ সালে দেশে মোট আত্মহত্যার সংখ্যা ছিল যথাক্রমে ১.৫৩ লক্ষ ও ১.৬৪ লক্ষ জন।
খেলা 
  • ১৩১ তম ডুরান্ড কাপ- এর কোয়ার্টার ফাইনালে পৌঁছল মুম্বই সিটি এফ সি। আগেই শেষ আটে পৌঁছেছে মহামেডান স্পোর্টিং ক্লাব।
বিবিধ 
  • প্রয়াত হলেন অভিনেতা প্রদীপ মুখার্জি (৭৬)। সত্যজিৎ রায়ের ‘জন অরণ্য’, ‘শাখা প্রশাখা’, বুদ্ধদেব দাশগুপ্তের ‘দুরাত্মা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ঋতুপর্ণ ঘোষের ‘হিরের আংটি’, ‘দহন’, ‘উৎসব’, অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’, সন্দীপ রায়ের ‘বাক্স রহস্য’, সুজয় ঘোটের হিন্দি ছবি ‘কাহানি ২’সহ অসংখ্য চলচিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় করতেন নাটকেও।
  • রিলায়েন্স ইনড্রাষ্ট্রিজ -এর উত্তরসূরি কারা তা সংস্থার বার্ষিক সাধারণ সভায় জানিয়ে দিলেন সংস্থার প্রধান মুকেশ আম্বানি। রিলায়েন্স জিও ও টেলিকম ব্যবসা ছেলে আকাশ , খুচরো ব্যবসা মেয়ে ঈশা ও বিকল্প বিদ্যুৎ ছোটছেলে অনন্তের হাতে অর্পণ করলেন তিনি।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ আগস্ট ২০২২