কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ আগস্ট ২০২২

529
0
Current Affairs 19th December
Courtesy: CNN

আন্তর্জাতিক
  • মিখাইল গর্বাচভ( ৯১) প্রয়াত হলেন। তিনি সোভিয়েত রাশিয়ার শেষ প্রেসিডেন্ট। নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি।
  • পাকিস্তানে বন্যায় একদিনে ৭৫ জনের প্রাণহানি হল। দেশটির এক তৃতীয়াংশ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় মোট প্রাণহানি ১১০০ এরও বেশি।

জাতীয় 

  • ২০২১ সালে দেশে ৪লক্ষ ২২ হাজার ৬৫৯ টি পথ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ১.৭৩ লক্ষ জন মানুষ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো প্রকাশিত তথ্য থেকে তা জানা গেছে। সবথেকে বেশি পথ দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশ , তামিলনাড়ু ও মহারাষ্ট্র , এই তিন রাজ্যে। দেশের ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেল কলকাতা।
  • দিল্লি সরকারের আবগারি নীতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে চিঠি লিখলেন প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে। তিনি আবগারি নীতি নিয়ে কেজরিওয়ালের পুরনো একটা লেখা উদ্ধৃত করে তার সঙ্গে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন।
  • বর্তমান সময়ে প্রাসঙ্গিক নয় , এই কারণে ২০০২-২০০৩ সালে গুজরাট হিংসার যাবতীয় মামলার শুনানি বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট ।
খেলা 
  • এশিয়া কাপে আফগানিস্তান ৭ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশকে। এর আগের ম্যাচে তারা হারিয়েছিল শ্রীলঙ্কাকে। পরপর দুটি ম্যাচ জিতে তারা পৌঁছে গেল সুপার ফোরে।
বিবিধ 
  • প্রয়াত হলেন অর্থনীতিবিদ অভিজিৎ সেন (৭২)। তিনি সাবেক যোজনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন। সকলের জন্য গনবন্টন ব্যবস্থার সমর্থক তিনি।
  • ব্রাজিলের ক্রান্তীয় অরণ্যে একা একা ২৬ বছর কাটিয়েছেন তিনি। বিশ্বের সেই নিঃসঙ্গতম মানুষটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি জনজাতি সম্প্রদায়ের। অনেক সময় মাটিতে গর্ত খুঁড়ে থাকতেন বলে তাঁকে ‘ম্যান অব দ্য হোল’ বলা হত।
  • নাম রেহনা শাহজাহান।বয়স ২৫ বছর।  কেরলের কোট্টায়াম জেলার ইলিকলের বাসিন্দা তিনি। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে অর্ধেক নম্বরের জন্য এম কম পড়ার সুযোগ পাননি। তারপর থেকে চেপে বসে লেখাপড়ার নেশা। এবার একদিনে অনলাইনে ৮১টি অনলাইন পাঠক্রমের সার্টিফিকেট পেয়ে রেকর্ড করলেন তিনি।

কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ আগস্ট ২০২২