আন্তর্জাতিক
- আফগানিস্তানের হেরাট প্রদেশের গজারগাহ মসজিদে এক বিস্ফোরণে নিহত হলেন ১৮ জন। ওই মসজিদের তালিবানপন্থী মৌলবি মুজিব উর রহমান আনসারি ও তাঁর নিরাপত্তা রক্ষীও নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহ করা হচ্ছে আইএস জঙ্গিদের।
- শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে তাঁর দেশে ফিরলেন। সাত সপ্তাহ আগে প্রবল জনবিক্ষোভে তাঁকে কার্যত পালাতে হয়েছিল কলম্বো থেকে। তাঁকে কোনও দেশ রাজনৈতিক আশ্রয়ও দেয়নি।
- মুখথুবড়ে পড়ল জার্মানির বিমান ব্যবস্থা। লুফথানসা এয়ালাইন্সের পাইলটরা একদিনের ধর্মঘট শুরু করায় থমকে যায় বিমান চলাচল। সমস্যায় পড়েন লক্ষাধিক যাত্রী।
জাতীয়
- কোচি শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ আই এন এস বিক্রান্ত – এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবাহী এই যুদ্ধজাহাজ তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। অতীতে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আইএনএস বিক্রান্ত। পরে নব্বইয়ের দশকের শেষ পর্বে বিক্রান্ত অবসর নেয়। ভেঙে ফেলা হয় জাহাজটি। তারই স্মৃতিতে ওই নামেই এই যুদ্ধজাহাজটির নাম দেওয়া হয়েছে। ২০০৯ সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। ৪৫ হাজার টন ওজনের এই যুদ্ধজাহাজটি ৫৯ মিটার উঁচু ,২৬২ মিটার লম্বা ও ৬২ মিটার চওড়া। ওজন ৪৫ হাজার টন । ২০ হাজার কোটি টাকা খরচ করে এটি বানানো হয়েছে। এখানে ৩০ টি যুদ্ধবিমান থাকতে পারবে। এদিন ভারতীয় নৌবাহিনীর নতুন পতাকারও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
- সমাজকর্মী তিস্তা শীতলাবাদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। গোধরা পরবর্তী দাঙ্গা নিয়ে ষড়যন্ত্র চালানোর অভিযোগ করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
- হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেপ্তার করল সিবিআই। চিটফান্ড মামলায় তিনি অভিযুক্ত ছিলেন বলে জানা গেছে। এছাড়াও সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ড সংস্থা’র দুর্নীতি মামলায় রাজু অভিযুক্ত ছিলেন।
খেলা
- সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি নির্বাচিত হলেন কল্যাণ চৌবে। নির্বাচনে তিনি ৩৩-১ ভোটে হারিয়ে দিলেন বাইচুং ভুটিয়াকে। এ আই এফ এফ -এর ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন ফুটবলার এই পদে বসলেন। অন্যদিকে প্রিয়রঞ্জন দাসমুন্সির পর পুনরায় বাংলার কেউ এ আই এফ এফ -সভাপতি হলেন।
- এশিয়া কাপে পাকিস্তান ১৫৫ রানে হারিয়ে দিল হংকংকে। সুপার ফোরে উঠল তারা।
বিবিধ
- কলকাতা ও হলদিয়া বন্দরের ইতিহাসে সবথেকে বড় জাহাজ নোঙর করল সাগরে। ৩০০ মিটার লম্বা এমভি মিনারেল ইয়াংগফ্যান নামে ওই জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৭৩৩০০ টন কোক কয়লা বয়ে এনেছে। সাগরে নোঙর করার পর ক্রেনের সাহায্যে ছোট ছোট দুতিনটি জাহাজে তার থেকে কোক পৌঁছে দেওয়া হবে বন্দরে।