কারেন্ট অ্যাফেয়ার্স ৩ সেপ্টেম্বর ২০২২

499
0
daily current affairs
Courtesy: The Guardian

আন্তর্জাতিক
  • চাঁদে পাড়ি দেওয়ার জন্য নাসার মহাকাশযান ‘আর্টেমিস ১’- এর যাত্রা দ্বিতীয় বার স্থগিত করে দেওয়া হল। এবারও জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র ধরা পড়েছে।
  • শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষেকে গ্রেপ্তারের দাবি জানানো হল বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষে। তাঁর আমলে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনার অভিযোগে এই দাবি জানানো হল।
জাতীয় 
  • গত মার্চে ভারতের অর্থনীতি ছিল ৮৫৪০০ কোটি ডলার। এই পরিসংখ্যান থেকে বলা যায়, ভারত এখন ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ভারতের আগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জাপান ও জার্মানি
  • ছাত্রছাত্রীদের ওপর চাপ কমাতে সপ্তাহে একদিন ব্যাগ ছাড়া পড়ুয়ারা স্কুলে যাবে বলে সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ স্কুল শিক্ষা দপ্তর। প্রাথমিক বিদ্যালয় স্তর পর্যন্ত হোম ওয়ার্ক লঘু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
খেলা 
  • টেনিস থেকে বিদায় নিলেন সেরিনা উইলিয়ামস। ইউ এস ওপেনের তৃতীয় রাউন্ডে আয়লা টমলানোভিচের কাছে হেরে যাওয়ার পরই অবসর ঘোষণা করে দিলেন তিনি। ২৩ বছরের পেশাদার কেরিয়ারে ২৩টি গ্র্যান্ডস্লামসহ ৭৩টি সিঙ্গেলস খেতাব জিতেছেন সেরিনা। মার্গারেট কোর্টের পর দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি। ১৪ টি ডাবলস গ্র্যান্ডস্লাম ও ২টি মিক্সড ডাবলস গ্র্যান্ডস্লামও জিতেছেন তিনি। সিঙ্গলসে ৮৫৮ টি ম্যাচ জিতেছেন , রাঙ্কিং-এ ৩১৯ সপ্তাহ বিশ্বের এক নম্বর ক্রমে ছিলেন তিনি।
  • এশিয়া কাপের সুপার ফোরে ৪উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিল শ্রীলঙ্কা ।
বিবিধ 
  •  লাতিন আমেরিকায় স্বামী বিবেকানন্দের প্রথম মূর্তি স্থাপিত হল। মেক্সিকোর হিডালগা বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিটির আবরণ উন্মোচন করলেন ভারতের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

কারেন্ট অ্যাফেসার্য় ২ সেপ্টেম্বর ২০২২