কারেন্ট অ্যাফেসার্য় ৪ সেপ্টেম্বর ২০২২

434
0
daily current affairs

আন্তর্জাতিক 
  • শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর থাকার জন্য সরকারের পক্ষ থেকে বাংলোর ব্যবস্থা করা হয়েছে।
  • পাকিস্তানের চার ভাগের তিনভাগ চলে গেছে বন্যার জলের নীচে। এই বন্যাকে আগেই জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা হয়েছিল। সবথেকে খারাপ অবস্থা দক্ষিণ পাকিস্তানের।
  • লন্ডন থেকে চুরি গিয়েছিল একটি বেন্টলি মেজান গাড়ি। দাম ২.৩ কোটি টাকা। সেই গাড়ির খোঁজ পাওয়া গেল পাকিস্তানের করাচিতে।
 জাতীয় 
  • মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় নিহত হলেন সাইরাস মিস্ত্রি (৫৪)। আমেদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন তিনি। পথে মহারাষ্ট্রের পালঘরের কাছে সূর্য নদীর সেতুর কাছে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর মার্সিডিজ গাড়িটি। এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। প্রসঙ্গত, ২০০৬ সালে  সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে তিনি টাটা বোর্ডে যোগ দেন। ছ’বছর পর ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে গেলে সেই পদে বসেন সাইরাস। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ারও ছিল তাঁর হাতে। ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস। ওই বছরেই টাটা সন্স বোর্ড তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছিল।
  • রামন ম্যাগসাইসাই পুরস্কার প্রত্যাখ্যান করলেন কেরালার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।কোভিড পর্বে তাঁর কাজ প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু রাজনৈতিক কারণে তাঁর পক্ষে এই পুরস্কার নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
খেলা 
  •  দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান।
  • ক্লাস ওয়ানের ছাত্রী অনিষ্কা বিয়ানি। বয়স ছয় । মালয়েশিয়ায় বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতায় নিজের গ্রুপে ভারতের এই খুদে প্ৰতিযোগী চ্যাম্পিয়ন হল ।
বিবিধ 
  • স্বাধীনতার ৭৫তম বছরে একটা দিনের জন্য সিনেমার টিকিট মিলবে ৭৫ টাকায়। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। ১৬ সেপ্টেম্বর ভারতে জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হয়। এবছর ওই দিনটিতেই ৭৫ টাকায় টিকিট বিক্রি করা হবে বলে জানালো ওই অ্যাসোসিয়েশন।

কারেন্ট অ্যাফেয়ার্স ৩ সেপ্টেম্বর ২০২২