কারেন্ট অ্যাফেয়ার্স ৫ সেপ্টেম্বর ২০২২

schedule
2022-09-08 | 12:45h
update
2022-09-08 | 12:45h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস। তিনি বরিস জনসনের স্থলাভিষিক্ত হবেন। গত ৭ জুলাই ইস্তফা দিতে বাধ্য হন বরিস । তারপর কনজারভেটিভ দলের দীর্ঘ অভ্যন্তরীণ নির্বাচনে লিজ পরাস্ত করলেন ঋষি সুনককে। দলীয় নির্বাচনে লিজ ও সুনক পেয়েছেন যথাক্রমে ৫৭.৪ এবং ৪২.৬ % ভোট। লিজ হবেন ব্রিটেনের ৫৬ তম প্রধানমন্ত্রী । অক্সফোর্ড নিবাসী ৪৭ বছর বয়সী লিজ ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন।
  • দক্ষিণ চিন ও আফগানিস্তানের বেশ কিছু অংশে ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৬।
জাতীয়
  •  ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের এই সফরে  জলবণ্টন, রেল, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে।   এর আগে ২০১৯ সালে তিনি ভারত সফরে এসেছিলেন। এদিন তাঁর সঙ্গে বৈঠক হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের । এদিন তাঁর সম্মানে নৈশভোজ দেওয়া হয়।
  • দিল্লির রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পথের নাম রাজপথ এর বদলে কর্তব্য পথ করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ঝাড়খণ্ড বিধানসভায় আস্তাভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । ৮১ আসনের বিধানসভায় তিনি পেয়েছেন ৪৮ জনের সমর্থন ।
Advertisement

খেলা
  • ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছল রাজস্থান ইউনাইটেড এফসি। শেষ আটে পৌঁছতে ব্যর্থ হল মোহনবাগান , ইস্টবেঙ্গল।
  • আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে বিশ্বে সবথেকে বেশি অর্ধশতরান করার নজির এখন বিরাট কোহলির। ৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে তিনি অর্ধশতরান করেন যা তাঁর কেরিয়ারে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে ৩২তম অর্ধশতরান
 
বিবিধ
  •  শিক্ষক দিবসে দেশের ৪৬ জন শিক্ষককে পুরস্কৃত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।  পশ্চিমবঙ্গ থেকে জাতীয় শিক্ষকের পুরস্কার পেলেন বাঁকুড়ার জয়পুর প্রাথমিক স্কুলের শিক্ষক বুদ্ধদেব দত্ত । প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এদিন দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শিক্ষক দিবস ।

 

কারেন্ট অ্যাফেসার্য় ৪ সেপ্টেম্বর ২০২২AMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 04:06:50
Privacy-Data & cookie usage: