Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুলাই ২০২১

daily current affairs

Courtesy: News 18


আন্তর্জাতিক
  • পাকিস্তান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল আফগানিস্তান। খোদ রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ করা ও নির্যাতন চালানোর ঘটনায় এই সিদ্ধান্ত নিল কাবুল। এদিকে দোহায় আফগান সরকারের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত জানালেন তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুনদাঞ্জা।
  • নেপাল সংসদের নিম্ন কক্ষে আস্থা ভোটে জয়লাভ করলেন সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।
  • প্রবল বন্যায় জার্মানির ও বেলজিয়ামে ১৭০ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ শতাধিক মানুষ। বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলি ঘুরে দেখলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
জাতীয়
  • জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে সমাহিত করা হবে চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকিকে। আফগানিস্তান থেকে এদিন তার মরদেহ এসে পৌঁছলে দিল্লিতে। দানিশ ছিলেন জামিয়া মিলিয়ার প্রাক্তন ছাত্র। তার বাবা সেখানকার প্রাক্তন অধ্যাপক।
  • ২০১৯  সালের লোকসভা নির্বাচনের আগে দেশের অন্তত ৩০০ জন ব্যক্তির ফোনে আড়িপাতার অভিযোগ উঠল। পেগাসাস স্পাইওয়্যার নামে ইজরায়েলি সংস্থার তৈরি সফটওয়্যার ব্যবহার করে আড়িপাতা হয়েছিল। ১৬ টি দেশের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তদন্ত চালিয়ে একটি রিপোর্ট পেশ করেছে। সেখানেই এই মন্তব্য করা হয়েছে।
  • প্রবল বর্ষণে বানভাসি হল মুম্বই। দুই জায়গায় পাঁচিল ভেঙে ২৫ জনের মৃত্যু হল।
খেলা
  • কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত ৭ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। ভারতের এই দলের অধিনায়ক শিখর ধাওয়ান। পঞ্চম ভারতীয় হিসাবে তিনি নেতৃত্বের অভিষেকে অর্ধশতরান করলেন। দলের প্রশিক্ষক রাহুল দ্রাবিড়। একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে অর্ধশতরান করলেন ঈশান। কিষাণ।
  • নো ক্যাসলিং ফরম্যাটে স্মার্কাসেন দাবায় চ্যাম্পিয়ন হলেন বিশ্বনাথন আনন্দ।
বিবিধ
  • ভারতীয় রেল আই পে নামে নিজস্ব পেমেন্ট গেটওয়ে চালু  করেছে।
  • ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সকলের টিকাকরণ করল লাদাখ। ৮৯, ৪০৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রথম ডোজ ও ৬০৯৩৬ জন উভয় ডোজই পেয়েছেন। একটিও খোঁজ পাননি এমন কোনও প্রাপ্তবয়স্ক নেই লাদাখে।
Exit mobile version