কারেন্ট অ্যাফেয়ার্স ৬ সেপ্টেম্বর ২০২২

433
0
Current Affairs 23rd December

আন্তর্জাতিক
  • ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লিজ ট্রাস। স্কটল্যান্ডে বালমোরাল ক্যাসল থেকে তাঁকে নিয়োগ করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এই প্রথম ব্রিটেনের কোনও প্রধানমন্ত্রী বালমোরাল ক্যাসল থেকে দায়িত্বভার গ্রহণ করলেন। বাকিংহাম প্যালেস থেকে তা হয়ে থাকে। কিন্তু ৯৬ বছর বয়স্ক রানি গরমের ছুটি কাটাতে বালমোরাল ক্যাসলে রয়েছেন। তাঁর জন্য আর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঝুঁকি নেয়নি প্রশাসন।লিজের আগে রানির সঙ্গে দেখা করে ইস্তফা দেন বরিস জনসন।
  • পাকিস্তানে প্রবল বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে মহেঞ্জোদারো সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ধ্বংসাবশেষের।
জাতীয়
  • নয়াদিল্লিতে ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল, মহাকাশ, মিডিয়া, বিদ্যুৎসহ ৭টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে  এদিন। স্বাক্ষরিত হয়েছে কুশিয়ারা নদীর জল বন্টন চুক্তি। ১৯৯৬ সালে গঙ্গা জল বন্টন চুক্তির পর ফের কোন নদীর জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হল দুদেশের মধ্যে। প্রসঙ্গত , ভারত বাংলাদেশের মধ্যে ৫৪ টি নদীর সীমান্ত রয়েছে। এদিন হাসিনা বৈঠক করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় , কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গেও।
  • বৃষ্টিতে বিপর্যস্ত হল বেঙ্গালুরু। এর আগে যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষ কর্তারা। একদিনের যানজটে ২০০ কোটি টাকা ক্ষতির কথা জানানো হয়েছিল। তারপরই বৃষ্টির জলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো।
খেলা
  • এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে ৬উইকেটে হেরে গেল ভারত।  ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।
  • মার্কিন ওপেনের চতুর্থ রাউন্ডে হেরে গেলেন রাফায়েল নাদাল। মার্কিন খেলোয়াড় ফ্রান্সেস তিয়াফো তাঁকে পরাস্ত করলেন।
  • সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন সুরেশ রায়না। দুবছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। টেস্ট , একদিনের ও টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর সংগ্রহ যথাক্রমে ৭৬৮, ৫৬১৫, ১৬০৫ রান।
বিবিধ
  • নাকে ড্রপ দেওয়ার মাধ্যমে কোভিড রোগের ভ্যাকসিন দেওয়া যাবে। ভারত বায়োটেকের এই ভ্যাকসিন প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদন করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভ্যাকসিনটির নাম সি এইচ এ ডি৩৬ সার্স কোভ এস কোভিড ১৯।