কারেন্ট অ্যাফেয়ার্স ৭ সেপ্টেম্বর ২০২২

475
0
daily current affairs
Courtesy: Goal.com

আন্তর্জাতিক

  • ব্রিটেনের অর্থমন্ত্রী হচ্ছেন কোয়াসি কোয়ার্টেন। এই প্রথম কোনও কৃষাঙ্গ মহিলা ব্রিটেনের অর্থমন্ত্রী হচ্ছেন। ব্রিটেনের নতুন মন্ত্রিসভার বিদেশমন্ত্রী হচ্ছেন জেমস ক্লেভারলি। তিনিও প্রথম কোনও কৃষাঙ্গ মহিলা হিসেবে ব্রিটেনের বিদেশমন্ত্রী হচ্ছেন। প্রধানমন্ত্রী লিজ ট্রাসের নতুন মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী তথা  স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন টেরেস কোফি। এই চার গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী সকলেই মহিলা।
  • প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য নিয়ে বিতর্ক তৈরি হল জাপানে। ২৭ সেপ্টেম্বরের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বিশ্বের বহু রাষ্ট্রনেতার। এতে সরকারের ১.২ কোটি ডলার খরচ হওয়ার কথা। এত অর্থ ব্যয় করে এই অনুষ্ঠানের আয়োজন নিয়েই বিতর্ক।
জাতীয়
  • ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশিত হল এদিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের এদিন ছিল তৃতীয় দিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনা পরিবারের বর্তমান সদস্যদের মধ্যে যারা কনিষ্ঠ তাদের জন্য মুজিব বৃত্তি’র উদ্বোধন করলেন শেখ হাসিনা।
  • প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পে রেলের জমি ৫ এর পরিবর্তে ৩৫ বছরের জন্য বেসরকারি সংস্থাকে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেশে ৩০০টি পিএম গতিশক্তি টার্মিনাল গড়ার লক্ষ্যও নেওয়া হয়েছে।
খেলা
  • এএফসি কাপ থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগান। এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে তারা ১-৩ গোলে হেরে গেল।
  • এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান হারিয়ে দিল আফগানিস্তানকে। এদিকে এশিয়া কাপে ভারতের প্রথম ব্যাটার হিসাবে এক হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তিনি এশিয়া কাপে মোট রানের নিরিখে টপকে গেলে শচিন তেন্ডুলকরকে। এত দিন পর্যন্ত ভারতীয়দের মধ্যে এশিয়া কাপে সব থেকে বেশি রানের রেকর্ড ছিল শচিনের। এশিয়া কাপে ২৩টি ম্যাচ খেলে ৯৭১ রান করেছিলেন শচিন। গত ম্যাচের পর এশিয়া কাপে রোহিতের মোট রান হল ৩১ ম্যাচে ১০১৬।
বিবিধ
  • পরিবেশ রক্ষায় কাগজ ব্যবহার না করে প্রযুক্তি ব্যবহারে জোর দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি তাঁর এজলাসে মামলার শুনানিতে কাগজের নথির বদলে তথ্য প্রযুক্তির ব্যবহার করতে বলেছেন আইনজীবীদের।
  • ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও রবি নারাইনকে গ্রেপ্তার করল ইডি। কর্মীদের ফোনে আড়ি পাতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া প্রাক্তন সিইও-র বিরুদ্ধে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনেও অভিযোগ এনেছে ইডি।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ৬ সেপ্টেম্বর ২০২২