কারেন্ট অ্যাফেয়ার্স ৮ সেপ্টেম্বর ২০২২

468
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হলেন। স্কটল্যান্ডের বালমোরাল  প্রাসাদে ছুটি কাটাতে গিয়েই প্রয়াত হলেন তিনি। তাঁর অসুস্থতার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন তাঁর চার সন্তান,  যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২) ও যুবরাজ এডওয়ার্ড (৫৮)। ৯৬ বছর বয়স হয়েছিল তাঁর। ৭০ বছর ধরে তিনি ছিলেন ব্রিটেনের রানি , এই দীর্ঘ সময়ে ব্রিটেনের ১৫ জন প্রধানমন্ত্রীকে নিযুক্ত করিছিলেন। এই সময়ে ১২৯টা দেশে মোট ৩০০ বার সফর করেছেন তিনি। ব্রিটেনের দীর্ঘতম মেয়াদের শাসক দ্বিতীয় এলিজাবেথ। তিনি পেরিয়ে গিয়েছেন রানি ভিকটোরিয়ার রেকর্ড।  ১৯৬১ সালে প্রথম ভারত সফরের সময়েই তিনি কলকাতায় এসেছিলেন।  ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন এলিজাবেথ আলেকজান্দ্রা ম্যারি। তখন তিনি ছিলেন সিংহাসনের তৃতীয় দাবিদার । তাঁর ডাকনাম লিলিবেট। ১৯৪৭ সালের ২০ নভেম্বর প্রিন্স ফিলিপের সঙ্গে তাঁর পরিণয় হয়। এক বছর আগে ২০২১ সালে ফিলিপও প্রয়াত হন। এলিজাবেথের পর প্রিন্স চার্লস ব্রিটেনের নতুন রাজা হবেন।
জাতীয়
  •  রাষ্ট্রসঙ্ঘের ২০২১ সালের মানব উন্নয়ন সূচকে ভারত পেল ১৩১ তম স্থান। এই তালিকায় রয়েছে ১৯১টি দেশের নাম। ২০১৯, ২০২০ সালের তুলনায় ভারত ২ ধাপ নেমে গেছে। ভারতের মাথাপিছু জাতীয় আয় বেড়ে হয়েছে ৫,২৫,১৮১ টাকা। দেশের ২১.৭ % সম্পদ কুক্ষিগত রয়েছে ১ % মানুষের কাছে। মানব উন্নয়ন সূচকে শ্রীলঙ্কা , চিন, ভুটান ও বাংলাদেশের ক্রম যথাক্রমে ৭৩, ৭৯ ,১২৭, ১২৯।
  • দিল্লিতে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর গ্রানাইট মূর্তির আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৮ ফুট উচ্চতার ও ৬৫ মেট্রিক টন ওজনের জেড ব্ল‍্যাক গ্রানাইট মূর্তিটি ইন্ডিয়া গেটের কাছে ক‍্যানোপির নীচে স্থাপন করা হলো। মূর্তিটি তৈরী করতে সময় লেগেছে ২৬,০০০ ঘন্টা। মূর্তি নির্মাণে জড়িত দলটির নেতৃত্বে ছিলেন অরুণ যোগীরাজ। ২৮০ মেট্রিক টন ওজনের অখন্ড গ্রানাইট পাথরটি তেলেঙ্গানার খাম্মাম থেকে নতুন দিল্লি নিয়ে আসা হয়েছিল যে থেকে খোদাই করে এই মূর্তি গড়া হয়েছে । ১৬৬৫ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার জন্য ১৪০ চাকার ১০০ ফুট লম্বা ট্রাক বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। এদিন একইসঙ্গে কর্তব্যপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
  • ৪ দিনের ভারত সফর শেষে দেশে ফিরে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 খেলা

  • ডায়মন্ড লিগে সোনার পদক জিতলেন নীরজ চোপড়া। জুরিখে এই প্রতিযোগিতায় তিনি ৮৮.৪৪ মিটার দূরে জাভলিন ছুঁড়ে চ্যাম্পিয়ন হলেন। এই প্রথম কোনও ভারতীয় অ্যাথলিট ডায়মন্ড লিগে সোনার পদক জিতলেন।
  • এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে ভারত ১০১ রানে হারিয়ে দিল আফগানিস্তানকে। শতরান করলেন বিরাট কোহলি। দীর্ঘ ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পেলেন তিনি। ৬১ বলে অপরাজিত ১২২ রান করলেন বিরাট। ৪৬৮টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মোট ৭১টি শতরান করে তিনি স্পর্শ করলেন রিকি পন্টিংকে। এদিন ৪ ওভারে ৪ রান দিয়ে ৫ উইকেট পেলেন ভুবনেশ্বর কুমার।
  • ওভালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা দ্বিতীয় টেস্ট ম্যাচ স্থগিত হয়ে গেল ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হওয়ার কারণে। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা হয়নি।
বিবিধ
  • ভারতের শেয়ার বাজার মোট সম্পদের হিসেবে নতুন রেকর্ড গড়ল। এদিন বিএসই-তে লগ্নিকারীদের মার্কেট ক্যাপিটাল বেড়ে হল ২৮২.৬৬ লক্ষ কোটি টাকা।