কারেন্ট অ্যাফেয়ার্স ১০ সেপ্টেম্বর ২০২২

427
0
daily current affairs

আন্তর্জাতিক 
  • আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজা হিসেবে তৃতীয় চার্লসের নাম ঘোষণা করা হল। সেন্ট জেমস প্রাসাদ থেকে ‘দ্য আক্সেসন কাউন্সিল’ এই ঘোষণা করল। প্রিভি কাউন্সিলের ক্লার্ক রিচার্ড টিলব্রুক চার্লসকে কমনওয়েলথের প্রধান হিসেবে ঘোষণা করলেন। এই প্রথম গোটা অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে দেখান হল।  তাঁর বড়ছে লে প্রিন্স উইলিয়ামের নতুন উপাধি হল প্রিন্স অব ওয়েলস।
  • সাম্প্রতিক বন্যায় পাকিস্তানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৮০০ কোটি ডলারের বেশি বলে জানানো হল। ৮০ লক্ষ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে।
জাতীয় 
  • পাকিস্তানের করতারপুর গুরুদ্বারে গিয়ে ৬৫ বছর বয়সী আপন বোনের সঙ্গে দেখা করলেন ৭৫ বছর বয়সী অমরজিৎ সিং। দেশভাগের সময় আলাদা হয়ে গিয়েছিল একটি পরিবার। তাঁদেরই এক ছেলে পালিত হয়েছেন পাঞ্জাবের একটি শিখ পরিবারে। নাম অমরজিৎ সিং। পাকিস্তানে থাকা বোন কুলসুমের সঙ্গে এদিন প্রথম দেখা হল তাঁর।
  • ইয়াকুব মেমনের কবর সাজানো নিয়ে বিতর্কের সৃষ্টি হল মুম্বইয়ে। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মূল অভিযুক্ত মেমনের কবর সাজানো হয়েছে সম্প্রতি। ওই বিস্ফোরণের ২৫৭ জন নিহত হয়েছিলেন।
খেলা 
  • ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরু এফ সি ২-১ গোলে হারিয়ে দিল ওড়িশা এফ সি দলকে।
  • মেয়েদের সাফ ফুটবল টুর্নামেন্টে  ভারত মলদ্বীপকে ৯-০ গোলে পরাস্ত করল।
বিবিধ
  • পথ কুকুরদের ভালবাসলে কেবল তাদের খাবার দিলেই চলবে না। তাদের টিকাকরনের দায়িত্বও নিতে হবে। তারা কাউকে কামড়ালে সেই ব্যক্তির চিকিৎসার দায়িত্ব পালন করতে হবে। কেরলে পথ কুকুরদের সমস্যা নিয়ে একটি জনস্বার্থ মামলার সূত্রে এই পর্যবেক্ষণ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না।

কারেন্ট অ্যাফেয়ার্স ৯ সেপ্টেম্বর ২০২২