কারেন্ট অ্যাফেয়ার্স ১১ সেপ্টেম্বর ২০২২

schedule
2022-09-12 | 08:45h
update
2022-09-12 | 08:45h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক 
  • মার্কিন যুক্তরাষ্ট্রে কুখ্যাত সন্ত্রাসবাদী হামলার ২১ বছর পূর্ণ হল। ৯/১১ কাণ্ডে নিহতদের পরিজন সমবেত হয়েছিলেন নিউইয়র্কে টুইন টাওয়ারের সেই বিখ্যাত গ্রাউন্ড জিরোতে।
  • স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারের বালমোরাল প্রাসাদ থেকে ব্রিটেনের রানি প্রয়াত দ্বিতীয় এলিজাবেথের মরদেহ পৌঁছল এডিনবরার হলিরুডহাউস প্রাসাদে।
  • খারকিভ থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করল রাশিয়া। রুশ ইউক্রেন যুদ্ধের ২০০ দিনের মাথায় এই ঘটনা ঘটেছে।

 

 জাতীয় 
  •  ১০০০ টি নিচু পাদানির বাস কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনা।
  • বিহারের ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার অ্যাডমিট কার্ড কেলেঙ্কারি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে পড়ুয়াদের ছবির বদলে কোথাও রয়েছে প্রধানমন্ত্রী, রাজ্যপালের ছবি , কোথাও রয়েছে ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের ছবি।
  • রাজ্যসভায় মনোনীত সদস্য হিসেবে জম্মু ও কাশ্মীরের নেতা গুলাম আলিকে বেছে নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই প্রথম কোনও গুর্জর নেতা রাজ্যসভায় মনোনীত হলেন।
Advertisement

 খেলা 
  •  এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা। দুবাইয়ে ফাইনাল ম্যাচে তারা পাকিস্তানকে হারিয়ে দিল ২৩ রানে। এই নিয়ে তারা ৬ বার এশিয়া কাপ জিতল। শেষবার জিতেছিল ২০১৪ সালে। প্রসঙ্গত , এবারের এশিয়া কাপে আয়োজক দেশ ছিল শ্রীলঙ্কাই। দেশে প্রবল রাজনৈতিক টানাপড়েন চলায় তারা তা আয়োজন করতে পারেনি। দুবাইয়ে তা সরিয়ে আনতে হয়।
  • ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের ইগা শিয়নটেক।এই প্রথম তিনি ইউএস ওপেন খেতাব জিতলেন। তবে এবছর এটা তাঁর দ্বিতীয় গ্র্যান্ডস্লাম। অন্যটি হল ফ্রেঞ্চ ওপেন। তিনি ফাইনালে স্ট্রেট সেটে ৬-২, ৭-৬ (৭-৫) ব্যবধানে হারালেন টিউনিশিয়ার ওন্স জাবেউরকে। কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন শিয়নটেক। এর আগে দু’বার ফরাসি ওপেন জিতেছেন মহিলাদের এক নম্বর টেনিস খেলোয়াড়।
  • ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি ৫-৩ গোলে হারিয়ে দিল চেন্নাইয়ান এফ সি দলকে।
বিবিধ 
  •  স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে কারাদন্ড ভোগ করেছিলেন পোথিরাম উপাধ্যায়। পরে তিনিই হন দ্বারকাপীঠের শঙ্কারাচার্য স্বামী স্বরূপানন্দ স্বরস্বতী। ৯৯ বছর বয়সে এদিন তিনি শেষনিশ্বাস ত্যাগ করলেন।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ১০ সেপ্টেম্বর ২০২২AMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 00:12:55
Privacy-Data & cookie usage: