কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ সেপ্টেম্বর ২০২২

schedule
2022-09-14 | 12:00h
update
2022-09-14 | 12:00h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক 
  • সেপ্টেম্বর মাসে রাশিয়ার হাত থেকে ইউক্রেনের ৬০০০ বর্গ কিলোমিটার এলাকা ইউক্রেন পুনরুদ্ধার করেছে বলে দাবি করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি।
  • সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের আরও দুই দেশের লড়াই পুনরায় রক্তক্ষয়ী যুদ্ধের রূপ নিল। আর্মেনিয়ার ছ’টি সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আজারবাইজান এবং তাতে আর্মেনিয়ার অন্তত ৫০ জন সেনা নিহত হয়েছে । বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে এই হামলা । নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে দুবছর আগে দু’দেশের যুদ্ধে প্রায় সাড়ে ছ’হাজার মানুষ নিহত হয়েছিলেন।
  • অস্ট্রেলিয়ারও আনুষ্ঠানিক শাসক ছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। রাষ্ট্রপ্রধান হিসেবে মোট ১৬বার অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তিনি। সম্প্রতি জানা গেছে , সিডনির একটি ভল্টে রানি দ্বিতীয় এলিজাবেথের একটি চিঠি সংরক্ষিত আছে। যা আরও ৬৩ বছর পর অর্থাৎ ২০৮৫ সালে জনসমক্ষে আনা হবে। ১৯৮৬ সালের নভেম্বর মাসে চিঠিটি লিখেছিলেন তিনি।
Advertisement

জাতীয় 
  • ভারত আসন্ন ডিসেম্বর মাসে জি ২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাচ্ছে । ভারতের বিদেশ মন্ত্রক তা জানালো।
  • ব্রিটেন থেকে কোহিনুর হিরে ফেরানোর দাবি জানালো ওড়িশার শ্রী জগন্নাথ সেনা। তাদের দাবি , মহারাজ রণজিৎ সিং ওই হিরে পুরীর জগন্নাথ মন্দিরে দান করেছিলেন। কিন্তু তা হস্তান্তরের আগেই রণজিৎ সিং প্রয়াত হন। তাঁর পুত্র দলীপ সিংয়ের থেকে ব্রিটিশরা কোহিনুর ছিনিয়ে নেয়।
  • তেলেঙ্গনার সেকেন্দ্রাবাদে জুবলি হিলস বিল্ডিংয়ে একটি ই-বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারালেন আটজন।ওই শোরুম থেকে নির্গত ধোঁয়া উপরের তলার বিলাসবহুল হোটেলের ঘরে ছড়িয়ে পড়ে। সেখানেই দমবন্ধ হয়ে প্রাণ হারালেন ওই আটজন।
  • শর্তসাপেক্ষে দুর্গা পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই খাতে রাজ্য সরকারের ২৫৮ কোটি টাকা খরচ হবে। এই উদ্যোগের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে।
 খেলা 
  • দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের কোচ মার্ক বাউচার ইস্তফা দিলেন। ইংল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজ হারের পরেই ইস্তফা দিয়েছেন তিনি।
  • মেয়েদের টি টোয়েন্টি ক্রিকেটে ভারত ৮ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ডকে।
বিবিধ 
  • এমি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা লি জং জে। এই প্রথম এশিয়ার কোনও অভিনেতা এই পুরস্কার পেলেন। ৭৪তম বার্ষিক  ‌অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে ‘স্কুইড গেম’ সিরিজের অভিনেতা  হিসেবে লি জং জে পেলেন সেরার সম্মান। কোরিয়ান ভাষার এই সিরিজ গোটা বিশ্বে জনপ্রিয় ,এক মাসেই প্রায় ১৬০ কোটি দর্শক সিরিজটি দেখেছেন। ‘ইউফরিয়া’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন জেন্ডায়া।
  • প্রয়াত হলেন ফরাসি-সুইস চলচ্চিত্র পরিচালক জঁ লুক গোদার ( ৯১ )। তাঁকে বলা হত ফরাসি নিউ ওয়েভ ছবির গডফাদার। তাঁর তৈরি ‘ব্রেথলেস’ ,’মাই লাইফ টু লিভ’, ‘কনটেমপ্ট’, ‘ উইক এন্ড’ ‘আলপাভাইল’ ছবিগুলি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম নিদর্শন।তাঁর হাতেই জন্ম নিয়েছিল জাম্প কাট। ক্যামেরাকে কার্যত কলমের মতো ব্যবহার করেছেন তিনি।কাহিনি চিত্র, তথ্যচিত্র মিলিয়ে তাঁর ছবির সংখ্যা ১৩১। অস্কার পেয়েছিলেন যদিও পুরস্কার দিয়ে তাঁকে মাপা যায়না। তিনি নিষ্কৃতি মৃত্যু বেছে নিয়েছেন।

কারেন্ট অ্যাফেয়ার্স ১২ সেপ্টেম্বর ২০২২AMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 19:18:45
Privacy-Data & cookie usage: