আন্তর্জাতিক
- ইরানে হিজাব খুলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন মহিলারা। মাহসা আমিনির ঘটনায় মহিলাদের ক্ষোভ প্রকাশ পেয়েছে সেখানে। যথাযথ ভাবে হিজাব না পরার অভিযোগ নিয়ে তেহরানে মাহসা আমিনি নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছিল ইরানের নীতি পুলিশ। পরে পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয় । অভিযোগ , পুলিশের অত্যাচারে তিনি নিহত হয়েছেন।
- তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.২। হতাহতের খবর জানা যায়নি।
জাতীয়
- ব্রিটেনের রানি প্রয়াত দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন পৌঁছলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজা চার্লসের আমন্ত্রণে বাকিংহাম প্রাসাদে রিসেপশন অনুষ্ঠানে অংশ নেন তিনি । ওয়েস্ট মিনিস্টার হলে রানির কফিন দর্শন করে শ্রদ্ধা জানান তিনি।
- কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসতে চায় নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন ( আইজ্যাক- মুইভা ) । বৈঠকে মধ্যস্থতাকারীদের তরফে এই বার্তা দেওয়া হয়েছে।
- আটের দশকে জঙ্গিদের হুমকিতে কাশ্মীর উপত্যকায় একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল। এতদিনে সেখানে উদ্বোধন হল মাল্টিপ্লেক্সের। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এদিন একটি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করলেন উপরাজ্যপাল মনোজ সিং । দেখানো হল ‘ভাগ মিলখা ভাগ’ ছবিটি।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে যে সব উপহার পেয়েছেন তার নিলাম শুরু হল। প্রায় ১২০০সামগ্রীর নিলাম চলবে ২ অক্টোবর পর্যন্ত । নিলামে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে নমামি গঙ্গে প্রকল্পে ।
খেলা
- কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ১৩১তম ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু এফসি। ফাইনালে তারা ২-১ গোলে হারিয়ে দিল মুম্বই সিটিকে। দেশের অন্য সব ফুটবল টুর্নামেন্টে জিতলেও বেঙ্গালুরু এফসি এই প্রথমবার ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হল। বেঙ্গালুরুর অধিনায়ক সুনীল ছেত্রী ২১ বছর পেশাদার ফুটবল খেললেও এই প্রথম ডুরান্ড কাপ জেতার স্বাদ পেলেন।
- ইংল্যান্ডের বিপক্ষে মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত ৭ উইকেটে জয়ী হল। প্রসঙ্গত , এই সিরিজে খেলেই অবসর নেবেন বলে জানিয়েছেন ঝুলন গোস্বামী।
বিবিধ
- রাশিয়া প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেলেন চন্দন সেন । অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘মানিকবাবুর মেঘ’ ( দ্য ক্লাউড এন্ড দ্য ম্যান ) ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন তিনি ।