ইউক্রেনের বিরুদ্ধে আরও কোমর বেঁধে যুদ্ধে যাওয়ার ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, এবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যাবেন রাশিয়ার সাধারণ মানুষও। পূর্ব ও দক্ষিণ ইউক্রেন রাশিয়ার অন্তর্ভুক্ত করা হবে কিনা জানতে সেখানে গণভোট করা হবে বলে জানিয়েছেন তিনি। লুহানস্ক, খেরসন , জাপোরিজিয়া , ডনেৎসক অঞ্চলে গণভোটের উদ্যোগ নেওয়া শুরুও হয়েছে। এদিকে রাষ্ট্রসঙ্ঘের মহাসভার সাধারণ অধিবেশনে স্পষ্ট জানানো হল , এই ধরনের গণভোটকে মান্যতা দেওয়া হবে না।
পৃথিবী থেকে দেড় লাখ কিলোমিটার দূরে গিয়ে সমস্যার মুখে পড়ল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ । তা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে নাসা। মিড ইনফ্রারেড ইন্সট্রুমেন্ট – এর একাংশে সমস্যা দেখা গেছে ।
জাতীয়
ভারতীয়দের মধ্যে সবচেয়ে ধনী মহিলার শিরোপা পেলেন ফাল্গুনী নায়ার। একটি ই কমার্স সংস্থার প্রতিষ্ঠাতা তিনি। একটি বেসরকারি সংস্থার করা সমীক্ষায় এই তথ্য জানা গেছে।
রতন টাটার নাম যুক্ত করা হল পি এম কেয়ার্স ফান্ডে।
ওয়াই এস আর কংগ্রেসের সভাপতি পদে স্থায়ীভাবে কোনও ব্যক্তির নিয়োগ মানা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জগন্মোহন রেড্ডিকে ওয়াই এস আর কংগ্রেসের সভাপতি পদে স্থায়ীভাবে নিয়োগের খবর প্রকাশিত হয়েছিল।
২০১০ সালে নীরা রাডিয়ার ফোনে আড়ি পেতে ৫৮০০ কথোপকথন রেকর্ড করেছিল সিবিআই। সেখানে অপরাধমূলক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে সিবিআই । এদিন সুপ্রিম কোর্টে তারা ক্লিনচিট দিল রাডিয়াকে ।
খেলা
একদিনের আন্তর্জাতিক সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হল ভারতের মেয়েরা। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত ৮৮ রানে পরাস্ত করল ইংল্যান্ডকে। ক্যান্টারবেরির এই ম্যাচে শতরান করলেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। ১১১ বলে ১৪৩ রানে অপরাজিত থাকেন তিনি ।
প্রথম বাঙালি হিসেবে নর্থ চ্যানেল অতিক্রম করলেন রিমো সাহা। হাওড়া সালকিয়ার ছেলে রিমো বিশেষ ভাবে সক্ষম । সাঁতার কাটতে গেলে একটি পা নাড়াতে পারেন না তিনি। দেড় বছর বয়সে শরীরের ডান দিক অসাড় হয়ে গিয়েছিল তাঁর। উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে রয়েছে নর্থ চ্যানেল । রিমো নর্থ চ্যানেলের ৪২ কিলোমিটার পথ ১৪ ঘন্টা ৩৯ মিনিট ৪১ সেকেন্ডে পর হয়েছেন। এর মধ্যে ২৭ কিলোমিটার তিনি সাঁতার কেটেছেন ।
বিবিধ
কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব প্রয়াত হলেন। গত দেড় মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন দিল্লির এইমসে। ৫৮ বছর বয়স হয়েছিল তাঁর। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ রিয়েলিটি শো থেকে তাঁর খ্যাতির সূচনা । বহু ছবিতে অভিনয় করেছিলেন তিনি । তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘বাজিগর’, ‘বম্বে টু গোয়া’ ,’ম্যায়নে পেয়ার কিয়া’ প্রভৃতি ।