কারেন্ট অ্যাফেয়ার্স ২২ সেপ্টেম্বর ২০২২

248
0
daily current affairs
Courtesy: Telegraph India

আন্তর্জাতিক 
  • ইরানে যথাযথ ভাবে হিজাব না পরার অভিযোগে ধৃত ও পরে পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নেমে হিজাব পুড়িয়ে দিলেন অসংখ্য মহিলা। মাথার চুল কেটে প্রতিবাদ জানালেন তাঁদের অনেকে। ইরানের নানা স্থানে গত ৬ দিনে ওই ধরনের বিক্ষোভে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে  ৩১ জন প্রতিবাদীর। মাহসা আমিনির নিজের এলাকা কুর্দিস্তানে প্রথম শুরু হয় বিক্ষোভ কর্মসূচি।
  • পাকিস্তানের বন্যবিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জলিনা জোলি। ২০০৫ সালের ভূমিকম্প ও ২০১০ সালের বন্যার সময়ও তিনি পাকিস্তান সফরে গিয়েছিলেন।
  • দেশের পুরুষদের যুদ্ধে যেতে হবে , রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘোষণার পর রাশিয়া ছেড়ে যাওয়ার ধুম পড়েছে । ঘোষণার অল্প সময়ের মধ্যেই বিদেশগামী বিমানগুলির টিকিট নিঃশেষ হয়ে যায়।
জাতীয় 
  • শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার বিষয়ে কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা করা হয়েছিল , দীর্ঘ শুনানির পর তার রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতেবিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এই মামলা শুনেছে ।
  • দেশের ১৫টি রাজ্যের ৯৩টি স্থানে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার দপ্তরে তল্লাসি চালাল এনআইএ এবং ইডি। এই অভিযানের নাম দেওয়া হয়েছে। ‘ অপারেশন মিডনাইট  ’ । বিভিন্ন জঙ্গি সংগঠনকে সাহায্য করার অভিযোগ রয়েছে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ১৯ টি মামলা চলছে । তারা অস্ত্র প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বলেও অভিযোগ উঠেছে।
খেলা 
  • টেনিসের কিংবদন্তি রজার ফেডেরার তাঁর বিদায়ী ম্যাচ খেলবেন রাফায়েল নাদালকে সঙ্গী হিসেবে। লেভার কাপ খেলে টেনিসকে বিদায় জানাবেন, তা আগেই ঘোষণা করেছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়।
 বিবিধ 
  • টালা সেতুর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সেতুটি ভেঙে ফেলা হয়েছিল। ৭৫০ মিটার লম্বা সেতু নির্মাণে মোট ৪৬৮ কোটি টাকা খরচ হয়েছে।
  • একদিনে ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ল ৮৩ পয়সা। গত সাত মাসে এটাই দৈনিক বৃহত্তম পতন। প্রতি ডলারের নিরিখে টাকার দাম এই প্রথম ৮০ টাকা ছুঁল।