কারেন্ট অ্যাফেয়ার্স ২২ সেপ্টেম্বর ২০২২

schedule
2022-09-24 | 13:22h
update
2022-09-24 | 13:22h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Telegraph India

আন্তর্জাতিক 
  • ইরানে যথাযথ ভাবে হিজাব না পরার অভিযোগে ধৃত ও পরে পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নেমে হিজাব পুড়িয়ে দিলেন অসংখ্য মহিলা। মাথার চুল কেটে প্রতিবাদ জানালেন তাঁদের অনেকে। ইরানের নানা স্থানে গত ৬ দিনে ওই ধরনের বিক্ষোভে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে  ৩১ জন প্রতিবাদীর। মাহসা আমিনির নিজের এলাকা কুর্দিস্তানে প্রথম শুরু হয় বিক্ষোভ কর্মসূচি।
  • পাকিস্তানের বন্যবিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জলিনা জোলি। ২০০৫ সালের ভূমিকম্প ও ২০১০ সালের বন্যার সময়ও তিনি পাকিস্তান সফরে গিয়েছিলেন।
  • দেশের পুরুষদের যুদ্ধে যেতে হবে , রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘোষণার পর রাশিয়া ছেড়ে যাওয়ার ধুম পড়েছে । ঘোষণার অল্প সময়ের মধ্যেই বিদেশগামী বিমানগুলির টিকিট নিঃশেষ হয়ে যায়।
Advertisement

জাতীয় 
  • শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার বিষয়ে কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা করা হয়েছিল , দীর্ঘ শুনানির পর তার রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতেবিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এই মামলা শুনেছে ।
  • দেশের ১৫টি রাজ্যের ৯৩টি স্থানে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার দপ্তরে তল্লাসি চালাল এনআইএ এবং ইডি। এই অভিযানের নাম দেওয়া হয়েছে। ‘ অপারেশন মিডনাইট  ’ । বিভিন্ন জঙ্গি সংগঠনকে সাহায্য করার অভিযোগ রয়েছে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ১৯ টি মামলা চলছে । তারা অস্ত্র প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বলেও অভিযোগ উঠেছে।
খেলা 
  • টেনিসের কিংবদন্তি রজার ফেডেরার তাঁর বিদায়ী ম্যাচ খেলবেন রাফায়েল নাদালকে সঙ্গী হিসেবে। লেভার কাপ খেলে টেনিসকে বিদায় জানাবেন, তা আগেই ঘোষণা করেছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়।
 বিবিধ 
  • টালা সেতুর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সেতুটি ভেঙে ফেলা হয়েছিল। ৭৫০ মিটার লম্বা সেতু নির্মাণে মোট ৪৬৮ কোটি টাকা খরচ হয়েছে।
  • একদিনে ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ল ৮৩ পয়সা। গত সাত মাসে এটাই দৈনিক বৃহত্তম পতন। প্রতি ডলারের নিরিখে টাকার দাম এই প্রথম ৮০ টাকা ছুঁল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2024 - 04:29:28
Privacy-Data & cookie usage: