কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ সেপ্টেম্বর ২০২২

412
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চলগুলিতে রাশিয়ার উদ্যোগে শুরু হল গণভোট। ডোনেৎস্ক , জাপোরিঝাঝিয়া ও লুহানস্ক অঞ্চলসহ পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত এলাকার মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চান কীনা তা জানতে এই ভোট নেওয়া হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া । তবে আন্তর্জাতিক মহলের সন্দেহ ,  আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলগুলিকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই গণভোট নিচ্ছে রাশিয়া। দু’দিন আগেই ইউক্রেনের বিরুদ্ধে রুশ নাগরিকদের যুদ্ধে যাওয়ার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই এই গণভোট।
  • ইরানে হিজাব পরা নিয়ে বিতর্ক ও বিক্ষোভের মধ্যেই নতুন বিতর্ক সৃষ্টি করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি । তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন । নিউইয়র্কে একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল তাঁর । বিখ্যাত মহিলা সঞ্চালক ক্রিস্টিয়ান আমানপোর এই সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল । কিন্তু তিনি মাথা ঢেকে সাক্ষাৎকার নিতে রাজি না হওয়ায় সাক্ষাৎকার দিলেনই না রইসি ।

জাতীয়

  • কানাডায় বসবাসকারী ভারতীয়দের ‘বিদ্বেষমূলক হিংসা’ থেকে সাবধানে থাকার জন্য সতর্কবার্তা জারি করল ভারতের বিদেশ মন্ত্রক। দেশের পড়ুয়াদের মধ্যে যারা কানাডায় গিয়েছে তাদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে কানাডায় ভারতীয়দের প্রতি বিদ্বেষমূলক ও সাম্প্রদায়িক হিংসার ঘটনাগুলির কথা উল্লেখ করে ভারতীয় নাগরিকদের ওটাওয়ার ভারতীয় মিশন , টরন্টো ও ভ্যাঙ্কুভারের কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার ।
  • ডিসেম্বর মাসে টেট নেওয়ার কথা জানালো পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ ।

 

খেলা 

  • লেভার কাপে খেলে পূর্ব ঘোষণা মতো টেনিসকে বিদায় জানালেন রজার ফেডেরার । এদিন ডাবলসে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন রাফায়েল নাদাল ।
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে ভারত জিতল ৬ উইকেটে । সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত । নাগপুরে এদিন একটি রেকর্ড করলেন রোহিত শর্মা । এদিন চারটি ছক্কা হাঁকিয়ে মার্টিন গাপ্টিলকে (১৭২) পেছনে ফেলে টি-২০ ক্রিকেটে সর্বাধিক ছয় মারার তালিকায় শীর্ষে উঠে এলেন রোহিত (১৭৪)।

 

বিবিধ

  • পুরুলিয়ার কুস্টাউর ও খড়গপুরের খেমাশুলি স্টেশনে কুর্মিদের রেল অবরোধ ১০০ ঘন্টা অতিক্রম করল । তফসিলি জনজাতি তালিকাভুক্ত করার দাবিতে এই আন্দোলন করে চলেছেন কুর্মিরা ।
  • একদিনে সেনসেক্স পড়ল এক হাজার অঙ্কের বেশি । অন্যদিকে টাকার দর রেকর্ড তলানিতে পৌঁছে গেল । এদিন তা ছিল প্রতি ডলারের সাপেক্ষে ৮১.০৯ টাকা । গত এক সপ্তাহে বিদেশি মুদ্রার ভান্ডার হ্রাস পেয়েছে ৫০০ কোটি ডলারের বেশি ।