ইরানে হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ল অন্তত ৮০ টি শহরে। পুলিশ , নীতি পুলিশ ও ধর্মীয় বাহিনী কড়া হাতে এই বিক্ষোভ প্রতিরোধ করছে। অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে ৮ দিনের লাগাতার বিক্ষোভে। বিক্ষোভের পুরোভাগে রয়েছেন মহিলারা । তাঁরা হিজাব খুলে পুড়িয়ে , চুল কেটে বিক্ষোভ দেখাচ্ছেন। ঠিকমতো করে হিজাব না পরার অভিযোগে পুলিশের প্রহারে মাহসা আমিনির নিহত হওয়ার ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ইরানে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতল্লাহ খেমেইনির বিরুদ্ধেও পোস্টার পড়েছে সেখানে।
চিনের রাষ্ট্রপতি শি জিনপিং গৃহবন্দি কী না সে জল্পনা চলছে। তাঁকে সেনাবাহিনীর সর্বাধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।
জাতীয়
শিশুদের ব্যবহার করে আপত্তিকর ভিডিও ছবি তুলে ব্যবসা চালানোর মুলচক্রীদের ধরতে একযোগে ১৯টি রাজ্যের ৫৬টি স্থানে তল্লাশি চালালো সিবিআই। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মেঘচক্র’।
কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো রেলের মহড়া দৌড় সম্পন্ন করল রেলওয়ে।
খেলা
অবসর নিলেন ক্রিকেটার ঝুলন গোস্বামী। চাকদহ এক্সপ্রেস নামে তিনি পরিচিত। লর্ডসে সিরিজের শেষ তথা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ১৬ রানে পরাস্ত করল ইংল্যান্ডকে। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে ৩০ রান দিয়ে ঝুলন পেয়েছেন ২ উইকেট। সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী হল ভারত। এই প্রথম মেয়েদের ক্রিকেটে ভারত ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল। ঝুলন তাঁর ২০ বছরের কেরিয়ারে বিশ্বকাপ ক্রিকেটে সবথেকে বেশি উইকেট নিয়েছেন , ৪৩ টি। একদিনের আন্তর্জাতিক মহিলাদের ক্রিকেটে তিনি পেয়েছেন ২৫২টি উইকেট , এটিও বিশ্বে সর্বোচ্চ। বল করেছেন ৯৯৪৫ টি বল যা সর্বোচ্চ। টেস্টে তাঁর শিকার ৪৪টি উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়েছেন ৫৬টি উইকেট। ঝুলন মহিলাদের ক্রিকেটে সবথেকে বেশি উইকেট নিয়েছেন ( ৩৫৫ )। অবসর নিলেও বাংলা মহিলা ক্রিকেট দলে তিনি মেন্টরের দায়িত্ব নিয়েছেন।
ভিয়েতনামে হাং থিং কাপে ভারত ও সিঙ্গাপুর ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল।
বিবিধ
প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত ইয়াসুর আগ্নেয়গিরি জীবন্ত আগ্নেয়গিরি। তার উপর দিয়ে ২৬১ মিটার স্ল্যাকলাইন ওয়াক করে গিনেস বুক অব রেকর্ডসে নাম তুললেন রাফায়েল ব্রিদি ও আলেকজান্ডার স্কালজ।