কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ সেপ্টেম্বর ২০২২

338
0
daily current affairs
Courtesy: Amar Ujala

আন্তর্জাতিক 

  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি বিলে সই করলেন । তাতে বলা হয়েছে , যারা যুদ্ধ ক্ষেত্র ছেড়ে পালাবেন বা যুদ্ধে অংশ নেবেন না তাদের অন্তত দশ বছর কারাদণ্ড দেওয়া হবে । সম্প্রতি , ইউক্রেন যুদ্ধে দেশের পুরুষ নাগরিকদের যেতে হবে , পুতিনের এই ঘোষণার পর রাশিয়া ছেড়ে যাওয়ার ধুম পড়েছে ।
  • ইরানে হিজাব পুড়িয়ে বিক্ষোভের ঘটনা প্রতিরোধে বলপ্রয়োগের পথই নিল প্রশাসন । বিক্ষোভকারীদের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে ১১ জন সাংবাদিককেও । ইরানে যথাযথ ভাবে হিজাব না পরার অভিযোগে ধৃত ও পরে পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদেই   মহিলাদের নেতৃত্বে শুরু হয়েছে আন্দোলন।
জাতীয় 
  • ১২০ ঘন্টা অতিক্রম করে রেল অবরোধ প্ৰত্যাহার করলেন কুর্মিরা ।  পুরুলিয়ার কুস্টাউর ও খড়গপুরের খেমাশুলি স্টেশনে কুর্মিদের রেল অবরোধ করা হয়েছিল । তফসিলি জনজাতি তালিকাভুক্ত করার দাবিতে এই আন্দোলনে সামিল হয়েছিলেন কুর্মিরা । এই ঘটনায় রেলের ক্ষতি হয়েছে একশ কোটি টাকার বেশি ।
  • রাষ্ট্রসঙ্ঘের ৭৭ তম সাধারণ বৈঠকে ভারতের হয়ে মুখ খুলল রাদিয়া । রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতকে  স্থায়ী সদস্য হিসেবে মেনে নেওয়ার দাবি জানালেন ।
খেলা 
  • জর্ডানে আয়োজিত মহিলাদের টেস্ট পেগিং চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ পদক জিতল ভারত । ১৪ টি দেশ অংশ নিয়েছে এই চ্যাম্পিয়নশিপে ।
  • হায়দরাবাদে টি টোয়েন্টি ম্যাচে ভারত ৬ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে । একইসঙ্গে ভারত সিরিজ জয় করল ২-১ ফলে । ম্যান অব দ্য ম্যাচ হলেন সূর্য যাদব । ম্যান অব দ্য সিরিজ হয়েছেন অক্ষর প্যাটেল ।
বিবিধ 
  • চন্ডীগর বিমানবন্দরের নাম ভগৎ সিংয়ের নামে রাখার সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মন কি বাত অনুষ্ঠানে এই সিদ্ধান্ত জানালেন তিনি।

কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ সেপ্টেম্বর ২০২২