কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ সেপ্টেম্বর ২০২২

schedule
2022-09-27 | 07:45h
update
2022-09-27 | 07:45h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
courtesy: DNA India

আন্তর্জাতিক 
  • বাংলাদেশে নৌকাডুবির ঘটনায় প্রাণহানি হল অন্তত ৪৭ জনের। এখনও নিখোঁজ ৩৭ জন। বাংলাদেশের উত্তর পশ্চিমে বোদা উপজেলায় করতোয়া নদীতে এই দুর্ঘটনা ঘটেছে। একদল তীর্থযাত্রী ওই খরস্রোতা নদী ধরে বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন মহালয়া তিথিতে পুজো দেওয়ার জন্য। এই দুর্ঘটনায় মৃতদেহ দেহ উদ্ধার হয়েছে দিনাজপুরের আত্রেয়ী নদী থেকেও।
  • মধ্য রাশিয়ার ইজেনস্ক শহরের একটা স্কুলে হামলা চালালো একজন আততায়ী। তার নাম আর্টেম কাজেনতসেভ । নাৎসিদের পোশাক পরে এসেছিল সে। তার গুলিতে ১৭ জন নিহত হয়েছে। জখম হয়েছেন ২৪ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী।
  • এডওয়ার্ড স্নোডেনকে নাগরিকত্ব দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এডওয়ার্ড স্নোডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন নিরাপত্তা বিশেষজ্ঞ। অন্য দেশের ওপর মার্কিন  নজরদারি চালায় , এই তথ্য প্রথম প্রকাশ্যে আনেন এডওয়ার্ড।
Advertisement

জাতীয়
  • টোকিও সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর মাত্র ১৬ ঘন্টার। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্বের শতাধিক দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন সেখানে।
  • নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। দলের নাম ডেমোক্রেটিক আজাদ পার্টি।
 খেলা
  • আইসিসির টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব রাঙ্কিংয়ে শীর্ষস্থানে রইল ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।
  • উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে পৌঁছল নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া।
বিবিধ 
  • ভারতের শেয়ার বাজারে ধস অব্যাহত। এদিন শেয়ার সূচক সেনসেক্স পড়ল ৯৫৩.৭০ অঙ্ক। চার দিন ধরে শেয়ার সূচক সেনসেক্স পড়ল মোট ২৫৭৪.৫২ অঙ্ক। ক্ষতি হল ১৩.৩০ লক্ষ কোটি টাকার। অব্যাহত রয়েছে টাকার দামে পতনও। প্রতি ডলারের সাপেক্ষে তা হয়েছে ৮১.৬৭ টাকা । গত চারদিনে টাকার দাম কমেছে ১৯৩ পয়সা।
  • ভারতের মার্স অর্বিটার মঙ্গল গ্রহে ৮ বছর কাটিয়ে ফেলল। ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর মঙ্গলের কক্ষপথে স্থাপিত হয় অর্বিটার।

কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ সেপ্টেম্বর ২০২২AMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 12:33:00
Privacy-Data & cookie usage: