কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ সেপ্টেম্বর ২০২২

562
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক 
  • ইরানে মহিলাদের হিজাব পরার নিয়ম শিথিল করা হবে না। এর বিরুদ্ধে যেকোনও রকম প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ কড়া হাতে মোকাবিলা করা হবে। এই ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। ইরানে হিজাব পরার পরও যথাযথ ভাবে তা না পরার অভিযোগে পুলিশের প্রহারে নিহত হয়েছেনমাহশা আমিনি (২২)। ঘটনার প্রতিবাদ সামিল হয়েছেন মানুষ। ওই ঘটনার পর বিভিন্ন বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৭৬ জন।
  • ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের দেশের সঙ্গে মিশিয়ে নেওয়ার উদ্যোগই নিল রাশিয়া। লুহানস্ক , ডনেৎসক , জাপোরিজিয়া ও খেরসন – এই চারটি জায়গা ইউক্রেনের মোট জমির ১৫ শতাংশ। সেখানকার মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য গণভোটে রায় দিয়েছেন বলে দাবি রাশিয়ার।
জাতীয়
  • গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত মেয়েদের অধিকার সমান বলে রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন তিন জন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে।
  • পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ শিক্ষক নিয়োগের জন্য টেট নেওয়া হবে ১১ ডিসেম্বর। শূন্যপদ ১১০০০। আবেদন জানানো যাবে ১৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত।
  • বন্দে ভারত প্রকল্পে তৃতীয় ট্রেনটি চলবে গুজরাটে। এই সেমি হাইস্পিড ট্রেন চলবে গান্ধিনগর ক্যাপিটাল ও মুম্বই সেন্ট্রাল স্টেশনের মধ্যে। দেশের প্রথম দুটি বন্দে ভারত চলে নয়াদিল্লি বারাণসী ও নয়াদিল্লি কাটরার মধ্যে। এই ট্রেন ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে চলবে ।
খেলা
  • আমেদাবাদে জাতীয় গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৬টি বিভাগে প্রায় ৮০০০ জন প্রতিযোগী অংশ নেবেন এখানে। ২০১৫ সালে কেরলের পর ফের জাতীয় গেমসের আয়োজন হয়েছে।
  • প্রয়াত হলেন প্রাক্তন ফিফা রেফারি সুমন্ত ঘোষ (৭৩)। দেশের সব ফুটবল প্রতিযোগিতার ফাইনালে তাঁকে খেলাতে দেখা গেছে।
বিবিধ
  • আট আসনের যাত্রী গাড়িতে যাত্রীর সুরক্ষা নিশ্চিত করতে ৬টি এয়ার ব্যাগ ব্যবহারের সময়সীমা এক বছর বাড়িয়ে ২০২৩ সালের ২ অক্টোবর করা হল। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ সেপ্টেম্বর ২০২২