আত্মঘাতী জঙ্গিহানায় রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল। কাবুলের দাস্ত ই বার্চি এলাকার একটি কলেজে প্রবেশিকা পরীক্ষার মক টেস্ট চলার সময় বিস্ফোরণ ঘটানো হয়। পরীক্ষা যাঁরা দিচ্ছিলেন তাঁদের অধিকাংশই তরুণী। অন্তত ১৯ জনের প্রাণহানি ও ২৭ জনের জখম হওয়ার খবর জানা গেছে। হতাহতেরা সকলেই সংখ্যা লঘু হাজারা সম্প্রদায়ের। বেসরকারি মতে নিহতের সংখ্যা শতাধিক। ঘটনার দায় কেউ স্বীকার করেনি। তবে তালিবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে অধিকাংশ জঙ্গি হামলা চালিয়েছে আইএস জঙ্গিরা।
ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের দেশের সঙ্গে মিশিয়েই নিল রাশিয়া। ক্রেমলিনের সেন্ট জর্জেস হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে একটি কনসার্টে তা চূড়ান্ত করা হল। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের সময়ও এই কান্ড ঘটেছিল। লুহানস্ক, ডনেৎসক, জাপোরিজিয়া ও খেরসন – এই চারটি জায়গার মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য গণভোটে রায় দিয়েছেন বলে দাবি রাশিয়ার। অথচ , এদিন জাপোরিজিয়া ছেড়ে পালানোর সময় রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৩ জনের মৃত্যু হয়েছে।
জাতীয়
ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে তিন জন প্রার্থী মনোনয়ন পত্র পেশ করলেন। তাঁরা হলেন শশী থারুর , মল্লিকার্জুন খাগড়ে এবং কে এন ত্রিপাঠি।
এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। এই তালিকায় পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে।
খেলা
আমেদাবাদে ৩৬তম জাতীয় গেমসে মহিলাদের ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন মীরা বাঈ চানু। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন তামিলনাড়ুর এলানেভিল ভালারিহান।
বিবিধ
বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর জন্য রেপো রেট ৫০ শতাংশ বাড়িয়ে দিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক । ফলে তা বেড়ে হল ৫.৯০ %। এই হার গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
গত আগস্ট মাসে দেশে পরিকাঠামো ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির হার গত বছরের ওই সময়ের তুলনায় হল ৩.৩ %। এই হার ৯ মাসের মধ্যে সবথেকে কম।