কারেন্ট অ্যাফেয়ার্স ১ অক্টোবর ২০২২

319
0
Current Affairs 24th October

আন্তর্জাতিক
  • ইউক্রেনের চারটি এলাকা নিজেদের দেশে অন্তর্ভুক্ত করার যে দৃষ্টান্ত রাশিয়া স্থাপন করেছে তার বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে আনা নিন্দা প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিল রাশিয়া।
  • আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ দেখালেন কয়েকশ মহিলা। বারবার আফগানিস্তানে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হচ্ছেন। তার বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ তাঁরা । এদিকে কাবুলের শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণে আহতদের জন্য রক্তদান করতে এগিয়ে এসেছিলেন অনেক মানুষ । কিন্তু মহিলাদের রক্ত না নেওয়ায় ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে।
জাতীয়
  • দেশে ফাইভ জি মোবাইল পরিষেবা চালু হল। দিল্লির প্রগতি ময়দানে এই নতুন প্রযুক্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন মঞ্চ থেকে তিনি এই নতুন ৫জি প্রযুক্তির সাহায্যে সুদূর ইউরোপের একটি গাড়ি চালালেন।
 খেলা 
  • মহিলাদের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল ভারত। বাংলাদেশের সিলেটে আয়োজিত এই ম্যাচে ভারত ৪১ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে।
  • আমেদাবাদে জাতীয় গেমসে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন জ্যোতি ইয়ারাজি। তিনি হিমা দাস ও দ্যুতি চাঁদকে হারিয়ে দিয়েছেন। পোল ভল্টে সোনা জিতলেন মীনা পলরাজ। ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হল কেরল।
 বিবিধ
  • সেপ্টেম্বর মাসে দেশে জিএসটি আদায় হয়েছে ১,৪৭,৬৮৬ কোটি টাকা। এক বছর আগের সেপ্টেম্বর মাসে দেশে জিএসটি আদায়ের তুলনায় তা ২৬%বেশি।
  • কলকাতার ৯৯ টি পুজোকে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ পুরস্কার দেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।

কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ সেপ্টেম্বর ২০২২