১৪ টি দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধান মন্ত্রীর ফোনে আড়িপাতা হয়েছিল ইজরায়েলি সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে। এই তালিকায় ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাঁকর, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, ইরাকের রাষ্ট্রপতি বারহাম মাহিন, মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ
প্রমুখের নাম রয়েছে তালিকায়।এই সফটওয়ারের নির্মাতা এনএসও দাবি করেছে কেবল সন্ত্রাস দমন ও প্রতিরক্ষার প্রয়োজনেই এই প্রযুক্তি ব্যবহৃত হয়। ৩৬ টি দেশ তাদের গ্রাহক। কিন্তু বিশ্বের ১৭ টি সংবাদ মাধ্যম ৫০ হাজার ফোন নম্বর ফাঁস করে জানিয়েছে সেখানে এই প্রযুক্তি ব্যবহার করে আড়িপাতা হয়েছিল।
ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যুর পর তাঁর মৃতদেহে তালিবানরা নৃশংস অত্যাচার চালিয়েছিল। এই বর্ণনা দিলেন আফগান সেনার কমান্ডার বিলাল।
জাতীয়
করোনায় এদিন দেশে প্রাণহানি হয়েছে ৩৯৯৮ জনের। তারমধ্যে মহারাষ্ট্রেই ৩৫০৯ জন। ওই রাজ্যে কিছু পুরনো পরিসংখ্যান একদিনে সংযুক্ত হওয়ায় রাতারাতি দৈনিক প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এদিকে ওয়াশিংটনস্থিত গ্লোবাল ডেভেলপমেন্ট সেন্টার দাবি করল গত ছয় মাসে ভারতে করোনায় ৫০ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে এসআরকে কলেজের ইতিহাস বিভাগের প্রধান শাহরিয়ার কবিরকে এক বছরের কারাদণ্ড দিল উত্তরপ্রদেশের ফিরোজাবাদের একটি আদালত।
বিবিধ
ট্যাংক-বিধ্বংসী স্বল্পপাল্লার ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হল। ১৫ কেজি ওজনের এই আকাশ এন জি সমরযন্ত্রটি নির্মাণ করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা।
খেলা
২০২৪ সালের অলিম্পিক প্যারিসে ও ২০২৮ সালে হবে লস এঞ্জেলেসে তা আগেই নির্ধারিত হয়েছিল। ২০৩২ সালের অলিম্পিক প্রতিযোগিতা ব্রিসবেনে হবে বলে এদিন জানাল আইওসি।১৯৫৬, ২০০০ সালের পর তৃতীয়বার সেখানে অলাম্পিকের আসর বসতে চলেছে।এদিকে অলিম্পিকে মেয়েদের ফুটবল শুরু হয়ে গেল। টানা পাঁচবার অলিম্পিকে গোল করার রেকর্ড করলেন ব্রাজিলের মহিলা ফুটবলার মার্তা। ব্রাজিল ৫-০ শূন্য গোলে হারিয়ে দিল চিনকে।